আধার কার্ডে বাড়ির ঠিকানা সংশোধন করবেন কীভাবে, জানুন সহজ পদ্ধতি
By
Digit Bangla |
Updated on 03-Nov-2021
HIGHLIGHTS
আধার কার্ডের ঠিকানা বদলাবেন কী করবেন
বাড়িতে বসেই কয়েক মিনিটে ঠিকানা বদল করে ফেলতে পারবেন
Aadhaar Card সর্বদা আপডেটেড রাখাও জরুরি
আপনি যদি নিজের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান, তবে এখন আর আপনাকে নির্দিষ্ট আধার কেন্দ্রে ছুটতে হবেনা। বাড়িতে বসেই বদলে ফেলতে পারবেন আধার কার্ডের ঠিকানা। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তবে এর জন্য কেবল দরকার ইন্টারনেট কানেকশন। আধার কার্ড আমাদের গুরুত্বপূর্ণ আইডেন্টিটি ডকুমেন্ট গুলির মধ্যে একটি। এখন প্রায় সমস্ত কাজেই আধার কার্ডের প্রয়োজন হয়। তাই আধার কার্ডকে আপডেটেড রাখা খুবই দরকার। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি Aadhaar Card-এ বাড়ির ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে।
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন-
- প্রথমে আপনাকে ফোনের ব্রাউজারে uidai.gov.in টাইপ করে ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
- এরপর Address Update Request অপশনে ক্লিক করতে হবে।
- এই অপশনে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে, সেখানে নির্দিষ্ট স্থানে 12 ডিজিটের আধার নম্বর ইনপুট করে লগ-ইন করতে হবে।
- এরপর স্ক্রিনে যে ক্যাপচা দেখা যাবে, তা যথাযথভাবে ইনপুট করতে হবে।
- এরপর Send OTP অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আধারে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
- ওটিপি সাবমিট করলে নতুন একটি ওয়েব পেজ খুলবে।
- সেখানে ঠিকানা পরিবর্তন সংক্রান্ত Address অপশনে ক্লিক করতে হবে।
- এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আধার আপডেট করতে গেলে কোনো না কোনো আইডি প্রুফ থাকা বাধ্যতামূলক। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড আইডি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
- সমস্ত ডিটেলস দেবার পরে মোবাইলে আরও একটি ওটিপি আসবে। তা ইনপুট করে সেভ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ঠিকানা বদলের রিকোয়েস্ট প্রসেস হলো কিনা তা জানবার জন্য Update Request Number বলে একটি অপশন আসবে।