HIGHLIGHTS
আগে কোনো নথি (documents) ছাড়াই পালটানো যেতো আধার কার্ডের ঠিকানা
আধার কার্ডের ঠিকানা বদলের জন্য এবার থেকে সরকারি ডকুমেন্টস জমা করতে হবে
আধারকার্ডের ঠিকানা বদলের জন্য UIDAI এর বলা 45 টি ডকুমেন্টস এর মধ্যে অন্তত একটি ডকুমেন্ট জমা করতে হবে
আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য Unique Identification Authority of India(UIDAI) বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে। যা ঠিকানা পালটানোর পদ্ধতিকে কিছুটা জটিল করে তুলেছে অনেকের জন্য। আগে কোনো নথি (documents) ছাড়াই পালটানো যেতো আধার কার্ডের ঠিকানা, কিন্তু এখন আর তা সম্ভব নয়। নতুন নির্দেশিকা অনুযায়ী ঠিকানা পালটানোর জন্য প্রয়োজন হবে সরকারি ডকুমেন্ট।
সাম্প্রতিক একটি Tweet এর মাধ্যমে UIDAI জানিয়েছে যে, "আধার কার্ডের ঠিকানা বদলের জন্য এবার থেকে সরকারি ডকুমেন্টস জমা করতে হবে।" কী কী ডকুমেন্ট লাগবে তার জন্য টুইটটিতে মোট 45 টি ডকুমেন্টস এর তালিকা প্রকাশ করেছে UIDAI।
আপনি যদি আপনার আধারকার্ডের ঠিকানা বদলের কথা ভাবেন তাহলে UIDAI এর বলা এই 45 টি ডকুমেন্টস এর মধ্যে অন্তত একটি ডকুমেন্ট জমা করতে হবে। এই ডকুমেন্ট জমা করার জন্য প্রথমে জানতে হবে কীভাবে ঠিকানা পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করবেন।
- সবার প্রথম নিজের অ্যাকাউন্টে UIDAI ওয়েবসাইটে দেওয়া আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করুন।
- এরপর Proceed to update Aadhaar অপশনে ক্লিক করুন।
- এবার 12 সংখ্যার আপনার আধার নম্বর দিন।
- এরপর সেখানে Captcha কোড নম্বর থাকবে,সেটি দিন।
- এরপর Send OTP অপশনে ক্লিক করুন।
- রেজিস্টার্ড ফোন নম্বরে OTP পৌঁছানোর জন্য অপেক্ষা করুন।
- OTP আসার পর তা নির্দিষ্ট বক্সে লিখলেই লগ-ইন করতে পারবেন।
যদিও UIDAI জানিয়েছে যে ছবি, ই-মেল আইডি, বায়োমেট্রিক বদলানোর জন্যে কোনো ডকুমেন্টস লাগবেনা। কিন্তু ঠিকানা পরিবর্তন করতে হলে UIDAI এর বলা 45 টি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্ট লাগবে। জেনে নিন কোন 45 টি ডকুমেন্টস এর কথা জানিয়েছে UIDAI-
- পাসপোর্ট
- ব্যাঙ্ক স্টেটমেন্ট/পাসবুক
- পোস্ট অফিস একাউন্ট স্টেটমেন্ট/পাসবুক
- রেশন কার্ড
- ভোটার আইডি কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- সরকারি ফটো আইডি কার্ড
- ইলেকট্রিক বিল (তিন মাসের পুরানো হলে চলবে না)
- জলের বিল (তিন মাসের পুরানো হলে চলবে না)
- টেলিফোনিক ল্যান্ডলাইন বিল (তিন মাসের পুরানো হলে চলবে না)
- প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট (এক বছরের পুরানো হলে চলবে না)
- ক্রেডিট কার্ড স্টেটমেন্ট (তিন মাসের পুরানো হলে চলবে না)
- ইন্সুরেন্স পলিসি
- ব্যাঙ্কের লেটারহেডে বাড়ির ঠিকানা লেখা রয়েছে এমন কোনও ডকুমেন্ট
- সরকারি রেজিস্টার্ড কোনও কোম্পানির লেটারহেডে বাড়ির ঠিকানা লেখা ডকুমেন্ট
- সরকারি স্বীকৃতি পাওয়া কোনও স্কুলের লেটারহেডে বাড়ির ঠিকানা লেখা ডকুমেন্ট
- NREGS জব কার্ড
- অস্ত্রের লাইসেন্স
- পেনশনার কার্ড
- স্বাধীনতা সংগ্রামীদের কার্ড
- কিশান পাসবুক
- CGHS/ ECHS কার্ড
- MP অথবা MLA অথবা MLC অথবা Gazetted Officer-দের সই করা ডকুমেন্টের বাড়ির ঠিকানা
- পঞ্চায়েত প্রধানের দেওয়া কোনও সার্টিফিকেট
- ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার
- গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র
- বিক্রি, লিজ অথবা রেন্ট এগ্রিমেন্ট
- পোস্টাল ডিপার্টমেন্ট থেকে দেওয়া ডকুমেন্টের ঠিকানা
- কাস্ট সার্টিফিকেট
- প্রতিবন্ধী সার্টিফিকেট
- গ্যাস কানেকশন বিল (তিন মাসের পুরানো হলে চলবে না)
- স্ত্রীর পাসপোর্ট
- বাবা-মায়ের পাসপোর্ট
- কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে অ্যাকোমোডেশন পেলে তার সার্টিফিকেট
- ম্যারেজ সার্টিফিকেট
- রাজস্থান সরকারেরদেওয়া Jan-আধার কার্ড
- কোনও হোমের সুপারিন্টেন্ডেন্টের দেওয়া সার্টিফিকেট
- মিউনিসিপল কাউনসিলরের তরফে দেওয়া কোনও ঠিকানার প্রমাণপত্র
- কোনও শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া পরিচয়পত্র
- SSLC book
- স্কুলের পরিচয়পত্র
- স্কুল লিভিং সার্টিফিকেট
- স্কুল রেকর্ডের কোনও প্রতিলিপি
- কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সার্টিফিকেট
- ঠিকানা লেখা EPFO-র ডকুমেন্ট