10 মিনিটে বদলে যাবে আধার কার্ডে দেওয়া ঠিকানা, জানুন সহজ উপায়

10 মিনিটে বদলে যাবে আধার কার্ডে দেওয়া ঠিকানা, জানুন সহজ উপায়
HIGHLIGHTS

ইউজাররা ঘরে বসেই আধারের (Aadhaar Card) যেকোনো ভুল সহজেই সংশোধন করতে পারবেন

আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে

প্রথমে আপনাকে uidai.gov.in টাইপ করে ওয়েবসাইটটি ওপেন করতে হবে

UIDAI সময়ের সাথে সাথে ইউজারদের জন্য পরিষেবাটিকে আরও সহজ করে তুলছে। ইউজাররা ঘরে বসেই আধারের (Aadhaar Card) যেকোনো ভুল সহজেই সংশোধন করতে পারবেন। তবে এর জন্য একটি সহজ প্রক্রিয়া পুরো করতে হবে। আজ আমরা আপনাকে আধার কার্ডে ঠিকানা সংশোধন করার প্রসেস বলতে যাচ্ছি। তাহলে চলুন জানাই কিভাবে আপনি ঘরে বসে সঠিক ঠিকানা পেতে পারেন-

বলে দি যে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। এছাড়াও, কিছু স্টেপ ফলো করতে হবে, আসুন সেগুলি জেনে নিই-

আরও পড়ুন: Online loan App: চিনা অ্যাপের লোনের টোপ, 10 কোটি টাকা ভ্যানিশ!

Aadhar Card

বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন-

  • প্রথমে আপনাকে uidai.gov.in টাইপ করে ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
  • এরপর Address Update Request অপশনে ক্লিক করতে হবে।
  • এই অপশনে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে, সেখানে নির্দিষ্ট স্থানে 12 ডিজিটের আধার নম্বর ইনপুট করে লগ-ইন করতে হবে।
  • এরপর স্ক্রিনে যে ক্যাপচা দেখা যাবে, তা যথাযথভাবে ইনপুট করতে হবে। 
  • এরপর Send OTP অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আধারে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
  • ওটিপি সাবমিট করলে নতুন একটি ওয়েব পেজ খুলবে।

Aadhaar Card

আরও পড়ুন: 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Oppo Reno 8 5G ফোনের সেল শুরু,জানুন দাম এবং অফার

  • সেখানে ঠিকানা পরিবর্তন সংক্রান্ত Address অপশনে ক্লিক করতে হবে।
  • এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আধার আপডেট করতে গেলে কোনো না কোনো আইডি প্রুফ থাকা বাধ্যতামূলক। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড আইডি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
  • সমস্ত ডিটেলস দেবার পরে মোবাইলে আরও একটি ওটিপি আসবে। তা ইনপুট করে সেভ অপশনে ক্লিক করতে হবে।
  • এখন পেমেন্ট সেকশন খুলবে এবং এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে।
  • মোবাইলে একটি ওটিপি আসবে।
  • এর পরে আপনাকে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিতে হবে।
  • আপনি URN নম্বর পাবেন যেখান থেকে আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo