Sony কোম্পানি বরাবরই গেমারদের জন্য সেরা কোয়ালিটির গেমিং প্রোডাক্ট লঞ্চ করে থাকে। Sony এর লেটেস্ট এডিসন Sony PlayStation 5 ইতিমধ্যেই গেমিং ইন্ডাস্ট্রির নজর কেরেছে। যদিও শোনা যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড সেমিকন্ডাক্টর (chip) এর ঘাটতির কারণে গেমিং কন্সোল তৈরী করা যাচ্ছেনা। যদিও এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
PlayStation 5 গেমারদের মধ্যে জনপ্রিয়তা লাভের পাশাপাশি এর বিপুল সংখ্যক সেল, কোম্পানিকে অনেক বেনিফিট দিয়েছে। PlayStation 5 এর সাফল্যের কারণে Sony একটি বিশেষ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, এবার ফ্রিতে পাওয়া যাবে PlayStation। এর জন্য গেমারদের একটি গেম খেলতে হবে এবং সেই গেমটি জিতলে গেমাররা পেয়ে যাবেন ফ্রিতে PlayStation 5। ইতিমধ্যে Sony এর তরফে সোশ্যাল মিডিয়াতে ‘Treat Codes’ নামের একটি ক্যাম্পেন চালু করা হয়েছে।
16ই ফেব্রুয়ারিতে চালু হওয়া ক্যাম্পেনটিতে রয়েছে 14টি ইউনিক কোড। এই 14টি কোড সাজিয়ে গেমটি খেলতে হবে৷ এই কোডগুলি পেতে হলে Sony এর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা কোড কালেক্ট করতে হবে। এরপর সেই কোডগুলি ঠিক করে সাজাতে পারলেই পেয়ে যাবেন নতুন PlayStation 5।
সমস্ত কোডগুলি খুজে পেলে Sony এর অফিসিয়াল ওয়েবসাইটে কোডগুলি সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওয়েবসাইটে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 7ই মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্পেনটি। যদিও বিশ্বের সব দেশে গেমটি এভেলেবেল নয়। বাছাই করা কয়েকটি দেশের মানুষই পারবে গেমটি খেলে PlayStation জিততে।
এই দেশগুলির মানুষরাই শুধুমাত্র এই গেমটি খেলতে পারবেন।
এর পাশাপাশি Sony PlayStation নতুন একটি ফিচার লঞ্চ করেছে। এই ফিচারের সাহায্যে গেমাররা নিজেদের গেমের স্ক্রিনশট শেয়ার করতে পারবেন। এবং স্ক্রিনশটটি PlayStation game অ্যাপে দেখা যাবে। বর্তমানে এই ফিচারটির সুবিধা শুধুমাত্র Japan এবং Canada এর গেমাররা পাবেন। পরবর্তীতে অন্যান্য দেশেও ফিচারটি আনা হবে বলে শোনা যাচ্ছে।