দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম Garena Free Fire গেমারদের এই গেম এর প্রতি ভালোবাসা ধরে রাখতে মাঝে মাঝেই নিয়ে আসে নতুন-নতুন ফিচার। নতুন ফিচারের পাশাপাশি নতুন গেমিং মোড, চমৎকার ড্রেস-আউটফিট, গান-স্কিন ইত্যাদি মাঝেমাঝেই যোগ করে FPP গেমিং কোম্পানিটি। এর সাথে, মাঝে মধ্যেই এই গেমের প্লেয়ারদের জন্যে নিয়ে আসা হয় গেমিং-কোড। নিয়ম মেনেই আজ, 21শে জানুয়ারী 2022, শুক্রবার প্রকাশিত হল নতুন কোড। এই কোডগুলি রিডিম করলে বিভিন্ন স্কিন, ডিনার, ডায়মন্ড বাকেট ইত্যাদি পেতে পারেন Free-fire প্লেয়াররা।
তবে কোডগুলি রিডিম করার জন্য কয়েকটি নিয়ম পালন করতে হবে। কয়েকটি স্টেপ ফলো করলেই গেমাররা পেয়ে যাবেন তাদের পছন্দমতো গেমের জিনিস। কোড রিডিম করার জন্য গেমাররা কোনও গেস্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। Free Fire অ্যাকাউন্টে Facebook অথবা VK দিয়ে log in করলে তবেই করা যাবে এই কোডগুলি রিডিম।
তবে শুধু স্কিন বা ডায়মন্ডই নয়, বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করার জন্যও এই কোডগুলি কাজে লাগবে। এই কোডের মাধ্যমে নানাধরনের ফ্রি অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে প্লেয়াররা।
Free fire India-এর অফিসিয়াল একাউন্ট থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে, বর্তমানে Garena Free Fire এর প্লেয়াররা J Balvin এর লিমিটেড এডিশন কস্টিউম ইউজ করতে পারবেন। এই কস্টিউম এভেলেবেল 24শে জানুয়ারি, 2022 পর্যন্ত।
কোন কোডের মাধ্যমে কী অফার পাওয়া যাবে তা জানতে হলে আপনাকে গেমের মধ্যে ভল্ট ট্যাবে যেতে হবে। প্রতিটি কোডে লেটার এবং নম্বর মিলিয়ে মোট 12টি করে ক্যারেক্টার রয়েছে। কোড থেকে গোল্ড এবং ডায়মন্ড পেলে তা নিজে থেকেই গেমারদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে ।