গুগলের গুগল সার্চের বিষয়ে আমরা সবাই জানি আর এবার এখানে প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। মোবাইল রিচার্জের জন্য নতুন ফিচার আনা হয়েছে। এবার কোম্পানি গ্রাহকদের গুগল সার্চের মাধ্যমে সিম কানেকশান রিচার্জ করার সুবিধা দেবে। আর গ্রাহকরা এবার সোজা গুগল অ্যাপে গিয়ে রিচার্জ সিম সার্চ করে একটি ছোট ইউন্ডো খুলে যাবে আর নিজের নাম্বার দিয়ে প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। আর এখানে নিজের দরকার অনুসারে প্রিপেড প্ল্যান বাছতে পারবেন। গ্রাহকরা এই নতুন ফিচার ডায়রক্টলি রিচার্জ প্ল্যান করতে পারবেন।
এবার আপনারা ভাবছেন যে শুনে তো নিলাম কিন্তু কি করে গুগল সার্চের মাধ্যমে সিম রিচার্জ করা যায়? সেই অনুসন্ধানই এবার আমরা আপনাদের এখানে দেব।
গুগল অনুসারে এই ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এসেছে আর আপনারা এখানে অপশানে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, জিও আর BSNL ভারতের সব সার্কেলের প্রিপেড প্ল্যান পাবেন। গুগল এও বলেছে যে এই নতুন ফিচার মোবাইল রিচার্জ আর্লি অ্যাডপটার প্রোগ্রামের অংশ হিসাবে আনা হয়েছে। আর আপনাদের মনে করিয়ে দি যে এই অপশান শুধু প্রিপেড মোবাইল রিচার্জের জন্যই পাওয়া যাচ্ছে।