এই সময়ে যে স্মার্ট ডিভাইস গুলি জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে অন্যতম হল গুগলের হোম অ্যাপ। আর এই অ্যাপের মাধ্যমে আপনারা Google Nest, Google Home আর ক্রোমকাস্টের মতন ডিভাইস কন্ট্রোল করতে অয়ারবেন। গ্রাহকদের একটি বিশেষ জায়গা থেকে নিজেদের বাড়ির কম্পেটেবেল লাইট, ক্যামেরা বা টিভি কন্ট্রোল করতে পারবেন। আর এই অ্যাপের মাধ্যমে গুগল অ্যাসিস্টেন্স আর ফ্রিকোয়েন্সেসজ আর ডিভাইস সেটিংস ম্যানেজ করা যাবে।
হোম অ্যাপে ইউজাররা ডিভাইসে ট্যাপ করে সেটিংস অ্যাপের মাধ্যমে করতে পারবেন আর এই ভাবে তারা ডিভাইস কন্ট্রোলও করতে পারবেন।
Google Nest, Home speakers আর ডিসপ্লেঃ আপনারা স্পিকারের ভলিউম, ইকোলাইজার আর অ্যাকেস সেটিংস কন্ট্রোল করতে অয়ারবেন। গ্রাহকরা গান শুনতে , পজ করতে ফরোয়ার্ড করতে পারবেন।
ক্রোমকাস্ট ডিভাইসঃ আপনারফা ক্রোমকস্টে ভলিউম আর অ্যাক্সেস সেটিংস কন্ট্রোল করতে পারবেন আর সঙ্গে টিভি শোর প্লে, পজ, ব্যাকওয়ার্ড ইত্যাদি করতে পারবেন।
লাইটসঃ স্মার্ট লাইট টার্ন অন বা অফ করা যাবে আর এর সঙ্গে ব্রাইটনেসও অ্যাডজাস্ট করা যাবে।
থার্মাস্টেটঃ Google Home app থেকে থার্মাস্টেট মোড অ্যাডজাস্ট করা যাবে।
স্মার্ট প্লাগস; এর সঙ্গে স্মার্ট প্লাগ অন অফ করা যাবে।
ক্যামেরাঃ অ্যাপের মাধ্যমে ক্যামেরা স্ট্রিম করা যাবে।
স্পিকার গ্রুপঃ স্পিকার গ্রুপে সব ডিভাইস ইকুওলাইজ করা আর অ্যাডজাস্ট করা সহজ হবে আর গ্রাহকরা স্টেন্স ইত্যাদি প্লে, পজ, ফরোয়ার্ড করতে পারবেন।
গ্রাহকদের সবার আগে Google Nest বা Google Home speaker বা ডিসপ্লের সঙ্গে গুগল হোম অ্যাপ আর গুগল অ্যাপের মাধ্যমে করতে হবে। আর এর সঙ্গে গ্রাহকদের অ্যাকাউন্টে অ্যান্ড্রয়েড 5.0 বা iOS 11.0 র থেকে বেশি অপারেটিং সিস্টেমে চলতে হবে। আর ফোনে 2.4 GHz আর 5GHz Wi-Fi ওয়াইফাইতে থাকতে হবে যাতে আপনার ফোনের ব্লুটুথ ওপেন করা যাবে।