এভাবে আপনারা YouTube থেকে উপার্জন করতে পারবেন

এভাবে আপনারা YouTube থেকে উপার্জন করতে পারবেন
HIGHLIGHTS

আপনাদের যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, আর আপনারা এটি ক্রিয়েট করে খুলেছেন তবে আপনাদের বলে রাখি যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন

আপনারা কী জানেন যে YouTube য়ের মাধ্যমে লাখ লাখ টাকা উপায় করা সম্ভব? আর এর জন্য আপনাদের খুব একটা বেশি কিছু করতে হবেনা, এর জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে 1 শতাংসর শেয়ারিং করতে হবে। আমারা আপনাদের এটা বলছিনা যে আপনারা রাতারাতি ইউটিউব সেলিব্রেটি হয়ে যাবেন, কিন্তু এটুকু বলতে পারি যে আপনারা এর মাধ্যেম ভাল ইনকাম করতে পারবে। আসুন তবে দেখা যাক যে আপনারা কী করে ইউটিউবের মাধ্যমে টাকা উপায় করতে পারবেন।

YouTube থেকে টাকা উপার্জনের কিছু সহজ স্টেপ

আপনাদের বলে রাখি যে এটা খেয়াল রাখতে হবে যে আপনারা  ইউটিউব চ্যানেল থেকে প্রথম ভিডিও থেকেই যে উপার্জন করতে পারবেন তা নয়। তবে আপনারা ইউটিউব চ্যানলে কে বলতে পারেন আর এর পড়ে টাকা উপার্জন করতে পারবেন, আসুন তবে আমরা এখানে সেই বিষয়েই দেখব।

  1. নিজের YouTube চ্যানেল বানান
  2. আপনারা নিজেদের কোন একটা জিমেল অ্যাকাউন্ট ব্যাবহার করুন আর নিজের ইউটিউব চ্যানেল শুরু করে দিন। তবে এটি একটি সহজ স্টেপ, আর আপনারা এতে টাকা পাবেননা। কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল থেকে টাকা সহজে এই স্টেপ ফলো করে করতে পারবেন।
  3. প্রথমে নিজের জিমেল অ্যাকাউন্ট থেকে ইউটিউব ডট কম ওপেন করুন।
  4. আর এবার বাঁ দিকের কর্নারে থাকা ইউটিউব লোগোতে ক্লিক করুন।
  5. আর এবার মাই চ্যানেলে ক্লিক করে ড্রপ ডাউন মেনু পাবেন।
  6. আর এবার এখানে নামের সঙ্গে একটি বক্স দেখতে পাবেন যাতে ‘স্টেপ আপ ইউর চ্যানেল অন ইউটিউব’ লেখা দেখা যাবে।
  7. আর এবার নিজের চ্যানেলে বাকি পার্সোনাল ডিটেল আপডেট করুন।
  8. নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি জায়গা খুঁজুন
  9. আপনি যা বেশি ভাল করেন নিজের ইউটিউব চ্যানেল সেই মাধ্যমে শুরু করুন।
  10. আপনি যদি ভাল গান গান তবে তাই দেখান।
  11. বা আপনি ভাল লেখেন বা বলেন তবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই কে তাই জানান।
  12. আপনি শিক্ষক হলে নিজের চ্যানেলে পড়াতেও পারেন।
  13. আর আপনি যদি ফ্যাশান বা টেকনলজির বিষয়ে জানেন তবে সেই বিষয়েই চ্যানেল খুলুন,
  14. আর আপনি যদি ভাল রান্না করেন তবে রান্না সংক্রান্ত বিষয় দিয়ে চ্যানেল শুরু করুন।

আর এর মানে এই যে আপনি যাতে সব থেকে বেশি ভাল সেই বিষয়েই ভিডিও বানিয়ে ইউটিউবে দিতে পারেন।

ইউটিউব ভিডিও নিয়ে কন্টেন্ট স্ট্র্যাটেজি বানান

আপনারা একটা জিনিসে অবশ্যই খেয়াল রাখুন জে আপনারা যে ভিডিওই বানান তা এই ভিডিওর কন্টেন্টে দেখান আর সেই কন্টেন্টের বিষয়ে খেয়াল রাখুন। যাতে কন্টেন্ট ভাল হয় তা সব সময়ে খেয়াল রাখুন।

  1. নিজের ইউটিউব চ্যানেল অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করুন
  2. এর জন্য আপনাদের কিছু সহজ স্টেপ ফলো করতে হবে, আসুন সেই স্টেপ গুলি দেখেনি।
  3. নিজের ইউটিউব চ্যানেলে গিয়ে মাই চ্যানেলে ক্লিক করুন।
  4. আর এবার ভিডিও ম্যানেজারে ক্লিক করুন।
  5. আর এবার নিজের বাঁ দিকের চ্যানেল আইকনে ক্লিক করুন।
  6. আর এবার Monetization য়ের সামনে এনেবেল অপশানে ক্লিক করুন।
  7. আর এবার নিয়ম আর শর্ত পড়ে দেখুব আর সেখানে থাকা বক্সে ক্লিক করুন আর এই সব কিছু অ্যাস্কেপ্ট করুন।
  8. আর এবার আপনারা Monetization চ্যানবেল ইন্ডীয়াতে তে দেখা আজবে আর এর আম্নে এই জে ইউটিউব পার্টনার্শিপ অ্যাক্টিভ হয়ে গেছে।
  9. আর এবার Monetization অপশানে ক্লিক করুন আর associate an AdSense account য়ে ক্লিক করুন আর এখানে থাকা প্রশ্নের উত্তর দিন।
  10. আর এবার নিজের অ্যাকাউন্টে অ্যাডসেন্সস শুরু করুন।

ভিডিওর জন্য সেরা টুল ব্যাবহার করুন

আপনারা যদি নিজেদের ভিডিও বানান তবে আপনারা হয়ত মোবাইলেই শুট করবেন। আর এক্ষেত্রে আপনাদের ভিডিও সব থেকে বেশি ভাল দেখা দরকার আর এর জন্য আপনাদের ভিডিও আরও আকর্ষণীয় করতে হবে।

আর আমরা আশা করব জে আপনারা সহজেই এই স্টেপ গুলি ফলো করে নিজেদের চ্যানেল খুলতে পারবেন। আর আপনারাও যদি আরও কিছু জানেন তবে আমাদের সেই বিষয়ে নীচের কমেন্ট সেকশানে জানান।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo