WhatsApp-এ এবার শিডিউল করা যাবে মেসেজ? কীভাবে? দেখুন

WhatsApp-এ এবার শিডিউল করা যাবে মেসেজ? কীভাবে? দেখুন
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপের আলাদা করে কোনও ফিচার নেই মেসেজ শিডিউল করার জন্য

থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মেসেজ শিডিউল করতে পারবেন গ্রাহকরা

ফেসবুক টুইটারে পোস্ট শিডিউল করা যায় অ্যাপের মধ্যেই

Social Media এ যদি পোস্ট শিডিউল করার সুবিধা পাওয়া যায় তাহলে সবটাই ভীষণ প্ল্যান করে, অর্গানাইজড ভাবে করা যায়। Facebook, Twitter আমাদের পোস্ট শিডিউল করার সুযোগ দেয়। এবং এই দুই অ্যাপ সরাসরি পোস্ট শিডিউল করতে দেয় ব্যবহারকারীদের। অন্যদিকে Instagram এ পোস্ট শিডিউল করতে গেলে সাহায্য নিতে হয় একটি থার্ড পার্টি অ্যাপ Hootsuite এর।

কিন্তু WhatsApp এ কি পোস্ট শিডিউল করা যায়? না, অ্যাপটা ফেসবুক বা টুইটারের মতো সরাসরি পোস্ট শিডিউল করার সুযোগ দেয় না। কিন্তু বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যা আমাদের সাহায্যে করে থাকে হোয়াটসঅ্যাপে পোস্ট, ছবি, ভিডিও, ইত্যাদি শিডিউল করতে। আর একবার পোস্ট শিডিউল করা হলে নির্দিষ্ট সময় সেটা চলে যায়। আপনাকে ওই সময়ের জন্য আলাদা করে অপেক্ষা করতে হয় না।

কোন কোন থার্ড পার্টি অ্যাপ সাহায্য করে হোয়াটসঅ্যাপে পোস্ট শিডিউল করতে?

Scheduler, Do it Later, SKEDit, এবং অন্যান্য অ্যাপগুলো সাহায্য করে ব্যবহারকারীদের পোস্ট শিডিউল করতে, সঙ্গে ছবি, ভিডিও, ইত্যাদি। এই থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহারকারীদের সাহায্য করে পোস্ট শিডিউল করে একটা নির্দিষ্ট সময় পাঠাতে। আপনি WhatsApp ব্যবসার জন্য ব্যবহার করে থাকলে সেই সংক্রান্ত পোস্ট শিডিউল করতে পারেন। কিংবা ধরুন আপনার ঘুম পেয়েছে, এদিকে বন্ধুর জন্মদিন রাত বারোটায় মেসেজ পাঠাতে হবে। কী করবেন? তখন পোস্ট শিডিউল করে দেওয়ার অপশন খুব সাহায্য করে থাকে।

Whatsapp

Google Playতে একটু খুঁজলেই একাধিক অ্যাপ পাবেন যা আপনাদের সাহায্য করবে WhatsApp এ পোস্ট শিডিউল করতে। তাও এক ঝলক দেখে নিন কীভাবে পোস্ট শিডিউল করবেন হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপে পোস্ট শিডিউল করার পদ্ধতি।

  • সবার আগে Google Play Store এ যান। এবার গিয়ে সার্চ করুন SKEDit এর। 
  • এবার এটাকে ডাউনলোড করুন। ডাউনলোড হলে ফেসবুকের সাহায্যে সাইন ইন করুন। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। 
  • এবার আপনার আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। 
  • এবার আপনার ইমেলে একটা কোড যাবে, সেটা দিয়ে ভেরিফাই করুন। 
  • ভেরিফিকেশন হওয়ার পর অ্যাড সার্ভিস বলে একটা অপশন পাবেন। তার মধ্যে হোয়াটসঅ্যাপকে বেছে নিন। 
  • এবার এই অ্যাপকে পারমিশন দিন। 

Whatsapp message schedule

  • এবার বেছে নিন কাকে কোনও মেসেজ শিডিউল করা টাইমে পাঠাতে চান। 
  • এবার কোনদিন, কখন মেসেজ শিডিউল করতে চান সবটা দিন। 
  • এরপর আপনার শিডিউল করা মেসেজ নির্দিষ্ট দিনে সঠিক সময় পৌঁছে যাবে তাঁর কাছেই যাঁকে আপনি মেসেজ পাঠাতে চান। 
  • এছাড়া আপনি ask me before sending অপশনকে এনেবল করে রাখতে পারেন। এর ফলে আপনার মেসেজ যাওয়ার আগে একটা নোটিফিকেশন আসবে। আপনি একবার দেখে নেওয়ার পর মেসেজ পাঠাতে পারবেন। তখন আপনি দেখে সব ঠিক থাকলে মেসেজ পাঠাতে পারবেন বা সেটা এডিট করতে পারবেন, এমনকি সেটাকে শেষ মুহূর্তে ডিলিট করতে পারবেন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo