সাধারণত স্মার্টফোনের নোটিফিকেশনের মাধ্যমেই আমরা চ্যাটবক্স না খুলেই কোনো নতুন হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজ পড়ে নিতে পারি। তবে চ্যাট বক্স না খুলে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে ফেলার আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, যা হয়তো আমাদের অনেকেরই অজানা। আপনিও যদি এই বিশেষ ট্রিক এখনও না জেনে না থেকে থাকেন। তাহলে এখনই জেনে ফেলুন কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স ওপেন না করেই, নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন-
এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স ওপেন না করেই সমস্ত মেসেজ পড়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে, এর মধ্যে কোনো মেসেজে ট্যাপ করলে হোয়াটসঅ্যাপে সেই মেসেজ ওপেন হয়ে যাবে এবং সেন্ডার বুঝতে পারবে যে আপনি মেসেজটি পড়েছেন।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ ওয়েবে চ্যাট বক্স ওপেন না করে, মেসেজ পড়তে চান। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন কোনো মেসেজ এলে চ্যাটের ওপর কারসার প্লেস করতে হবে। তাহলে আপনি বা ইউজারেরা ফ্লোটিং মেসেজ স্ক্রিনে দেখতে পাবেন। তবে এক্ষেত্রে আপনি কেবল নতুন আসা মেসেজগুলিই পড়তে পারবেন, পুরনোগুলো নয়।
এইভাবেই আপনি হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স ওপেন না করেই নতুন মেসেজ পড়তে পারবেন।