হোয়াটসঅ্যাপে পুরনো কোনও চ্যাট বা মেসেজ সহজে খুঁজে পাবেন কীভাবে?
হোয়াটসঅ্যাপে রয়েছে গুরুত্বপূর্ণ চ্যাটকে পিন করার ফিচার
Android ও iPhone দুই ডিভাইসেই রয়েছে এই বিশেষ ফিচার
একবারে একসঙ্গে তিনটি চ্যাটকে পিন করা যায়
জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে প্রধান হল হোয়াটসঅ্যাপ। বন্ধু-বান্ধব, পরিবার এবং কাজের জায়গাকে একই সুতোয় বেঁধে রাখতে পারে এই মেসেজিং অ্যাপ। বিশেষ করে লকডাউনের সময়কাল থেকে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। চ্যাটবক্সের একাধিক চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ চ্যাট হারিয়ে যাবার প্রবণতা দেখা দেয়। তবে এই ধরণের সমস্যার জন্য রয়েছে হোয়াটসঅ্যাপের পিন চ্যাট ফিচার। যার মাধ্যমে আপনি কোনো নির্দিষ্ট চ্যাটকে চ্যাটবক্সের এক্কেবারে শীর্ষে রাখতে পারবেন। পিন থাকা চ্যাট থেকে নতুন কোনো মেসেজ এলে তা একাধিক মেসেজের মধ্যে হারিয়ে যাবে না। সবার প্রথমেই আপনার চোখে পড়বে। আপনি যদি এখনো অবধি না জেনে থাকেন যে কিভাবে হোয়াটসঅ্যাপে কোনো চ্যাটকে পিন করবেন, তবে এক্ষুনি জেনে নিন।
কীভাবে কোনো গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাটকে পিন করবেন-
Android স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করতে হলে-
- প্রথমে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স ওপেন করুন।
- এরপর যে ব্যাক্তির চ্যাটকে পিন করতে চান, সেটাতে ক্লিক করে লং প্রেস করুন।
- এর ফলে এক্কেবারে স্ক্রিনের বাঁদিকের সাইডে পিন চ্যাট অপশন দেখতে পাবেন।
- পিন চ্যাট অপশনে ক্লিক করুন।
- নির্দিষ্ট চ্যাটটি পিন হয়ে যাবে।
Android স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আনপিন করতে হলে-
- যে ব্যাক্তির চ্যাট পিন করা রয়েছে সেই চ্যাটটি ধরে লং প্রেস করুন।
- এরপর স্ক্রিনের বাঁদিকের সাইডে আগের পিন চ্যাট অপশনটিতে একটি ক্রস দাগ দেখতে পাবেন, যার অর্থ হল আনপিন।
- সেই আনপিন অপশনে ক্লিক করুন।
- যার ফলে নির্দিষ্ট চ্যাটটি আনপিন হয়ে যাবে।
iPhone ডিভাইসে কীভাবে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করবেন-
- আইফোনে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করতে হলে যে চ্যাটটি আপনি পিন করতে চান, সেটিকে ডানদিকে সোয়াইপ করুন।
- এরপর পিন অপশনে ক্লিক করুন।
- যার ফলে গুরুত্বপূর্ণ চ্যাটটি পিন হয়ে যাবে।
iPhone ডিভাইসে কীভাবে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট আনপিন করবেন-
- আইফোনে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট আনপিন করতে হলে যে পিন চ্যাটটিকে ডানদিকে সোয়াইপ করুন।
- এর ফলে একটি আনপিন অপশন দেখতে পাবেন।
- আনপিন অপশনে ট্যাপ করলেই নির্দিষ্ট চ্যাটটি আনপিন হয়ে যাবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাটকে পিন করা যায়।