Whatsapp-এ প্রাইভেট চ্যাট লুকিয়ে রাখবেন কীভাবে? জানুন এখানে

Whatsapp-এ প্রাইভেট চ্যাট লুকিয়ে রাখবেন কীভাবে? জানুন এখানে
HIGHLIGHTS

মেসেজিং অ্যাপ Whatsapp তার ব্যবহারকারীদের জন্য এনেছে এক বিশেষ ফিচার

Archive চ্যাটের মাধ্যমে ডিলিট না করেও কোনো চ্যাটকে লুকিয়ে রাখা সম্ভব

কীভাবে কোনো চ্যাটকে অনির্দিষ্টকালের জন্য লুকিয়ে রাখবেন

অনেকসময়েই অবাঞ্ছিত চ্যাট লুকিয়ে রাখার দরকার পড়ে যায়। অনেকসময় এমন কিছু অপ্রয়োজনীয় চ্যাট থাকে যা আপনি নিজের চ্যাটবক্সে দেখতে চান না। সেক্ষেত্রে মেসেজিং অ্যাপ Whatsapp তার ব্যবহারকারীদের জন্য এনেছে এক বিশেষ ফিচার।

যেখানে Archive চ্যাটের মাধ্যমে ডিলিট না করেও কোনো চ্যাটকে লুকিয়ে রাখা সম্ভব। আসুন দেখে নিন কীভাবে-

কোনো চ্যাটকে কিছুক্ষণের জন্য কিভাবে লুকিয়ে রাখবেন-

  • কোনো চ্যাটকে কিছুক্ষণের জন্য হাইড করে রাখতে হলে,প্রথমে সেই চ্যাটটিকে লং- প্রেস করে রাখতে হবে। 
  • এর ফলে  ওপরের অংশে আর্কাইভড বক্স বলে একটি অপশন চোখে পড়বে।
  • এরপর সেই বক্সে ক্লিক করতে হবে।
  • তাহলেই চ্যাট হাইড হয়ে যাবে।

এক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে যে আর্কাইভ করা কোনো নির্দিষ্ট ব্যাক্তির চ্যাট বা গ্রুপ চ্যাটের নোটিফিকেশন নতুন মেসেজ এলেও শো করবে না, যতক্ষণ না সেখানে  আপনাকে মেনশন করা হবে।

কীভাবে কোনো আন-হাইড করবেন-

  • আপনি যদি লুকিয়ে রাখা চ্যাটগুলিকে  দেখতে চান, তবে আপনাকে চ্যাটবক্সের এক্কেবারে ওপরের অংশে আর্কাইভড  অপশনটি ওপেন করতে হবে।
  • সেখানে  ক্লিক করলেই আপনি সমস্ত হাইড করা চ্যাটগুলিকে দেখতে পাবেন।
  • লুকোনো  চ্যাটগুলিকে আন-হাইড করতে চাইলে সেই চ্যাটের ওপর বেশ খানিকটা সময় ধরে ট্যাপ করতে হবে।
  • এরপর আবারও আর্কাইভ বক্স অপশনে ক্লিক করতে হবে।

তাহলে আপনি লুকিয়ে ফেলা চ্যাটটি আবার দেখতে পাবেন চ্যাটবক্সে।

কীভাবে কোনো চ্যাটকে অনির্দিষ্টকালের জন্য লুকিয়ে রাখবেন-

কোনো চ্যাটকে অনির্দিষ্টকালের জন্য লুকিয়ে রাখতে হলে আপনাকে প্রথমে  

  • হোয়াটসঅ্যাপের  সেটিংস অপশনে যেতে হবে।
  • এরপর সেখান থেকে ‘Chats’ অপশনটি ওপেন করতে হবে।
  • ওপেন করার পর ‘Archived  Chats’ অপশনে ক্লিক করতে হবে।
  • সেখান থেকে ‘Keep Chats  Archived' অপশনটিতে ট্যাপ করতে হবে।

তাহলে নির্দিষ্ট চ্যাটটি চিরকালের জন্য হাইড হয়ে যাবে। Whatsapp এক্কেবারে চ্যাট বক্সের ওপরের অংশে আর্কাইভ বক্সটিকে জায়গা দিয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo