ট্র্যাফিক চালানের হাত থেকে বাঁচতে হলে এখনই এই কাজ করুন

Updated on 10-Sep-2019

এই সময়ে চারিদিকে নতুন ট্র্যাফিক আইনের বিষয়ে কথা হচ্ছে আর এই নতুন ট্র্যাফিক নিয়ম অমান্য করা হলে কপালে দুঃখ আছে। আর আপনারা জানেন যে ড্রাইভিংয়ের সঙ্গে আপনার কাছে ডারিভিং লাইসেন্সের রেজিস্ট্রেশান সার্টিফায়েড না হলে আপনি সমস্যায় পড়তে পারেন আর চালানে বড় অ্যামাউন্ট যেতে পারে।

আপনার যদি বড় রকমের ফাইনের হাত থেকে বাঁচতে পারেন তবে আপনাদের একটু স্মার্ট হতে হবে। আর আজকে আমরা আপনাদের এমন একটি অ্যাপের বিষয়ে বলব যা আপনার ডকুমেন্ট যেমন ড্রাইভিং লাইসেন্স, Rc ইলেক্ট্রনিক কপি আপনার ফোনে রাখতে পারবে। আর আপনারা নতুন ট্র্যাফিক নিয়ম থেকে বাঁচার জন্য নিজের ফোনে DigiLocker আর mParivahan য়ের মতন অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

DigiLocker অ্যাপে কি করে ডকুমেন্ট কপি করবেন

  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে বা iOS অ্যাপ থেকে মোবাউল ফোন DigiLocker অ্যাপ ইন্সটল করুন
  • আর এবার এই অ্যাপ ইন্সটল করে নিজের ডিটেল দিন আর OTP পাবেন সেটি ভেরিফাইয়ের পরে প্রসেস সম্পূর্ণ করুন
  • আপনি যদি এই অ্যাপে প্রথম অ্যাকাউন্ট বানান তবে ডায়রেক্ট লগ ইন করুন
  • আর ভেরিয়েফিকেশান প্রসেস সম্পূর্ণ হলে আপনার ডকুমেন্টের ছবি নিজের ইন্টারফেসে আপলোড করুন

mParivahan অ্যাপ কি করে ইন্সটল করবেন

  • এই অ্যাপটি অল ইন্ডিয়া RTO ভেকেল রেজিস্ট্রেশান নাম্বার সার্চ করার সরকারি অ্যাপ। আর এর জন্য প্রথমে আপনাদের এই ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। আর আপনারা এই অ্যাপে কোন ভেকেল রেজিস্ট্রেশান সার্টিফায়েড ড্রাইভিং লাইসেন্স সার্চ করতে পারবেন।
  • আর আপনারা যদি mParivahan অ্যাপে ডকুমেন্ট সেভ করতে চান তবে সবার আগে আপনাদের এতে রেজিস্ট্রেশান করতে হবে
  • আর এবার রেজিস্ট্রেশানের পরে আপনাদের ইউজার সেকশানে গিয়ে সাইন ইন করতে হবে
  • আর রেজিস্ট্রেশানের পরে আপনারা ইউজার সেকশানে গিয়ে সাইন ইন করতে হবে
  • আর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে
  • আর এবার নিজের রেজিস্ট্রেশান না করা থাকলে এখানে নিজের ফোন নাম্বার দিন আর রেজিস্ট্রেশান করুন আর এর পরে আপনার কাছে ভেরিফিকেশানের জন্য OTA আপডেট আসবে

mParivahan অ্যাপে কি করে ডকুমেন্ট কপি করবেন

  • mParivahan অ্যাপে ডকুমেন্ট সেভ করার জন্য MY RC সেকশানে যেতে হবে আর এখানে আপনারা রেজিস্ট্রেশান নম্বর দিতে হবে
  • আর এবার সার্চ বটনে ক্লিক করুন
  • আর এখানে স্টেপ শেষ হলে ভেকেলের ইঞ্জিন নাম্বার আর চলানোর জন্য শেষ 4 ডিজিট চাওয়া হবে
  • আর এবার এর পরে "Verify and Get Details" য়ে ক্লিক করতে হবে
  • আর এবার আপনি এখানের ড্যাশ বোর্ডে যেতে হবে
  • আর এখানে এভাবে DL সেভ করার জন্য my Dl সেকশানে যেতে হবে আর সেখানে নিজের Dl নাম্বার আর ডেট অফ ওয়ার্থ দিন
  • আর এভাবে অ্যাপে আপনারা ড্রাইভিং লাইন্সেসের ডিটেলস এসে আবে আর এর ডিইটাল কপি সেভ করার জন্য আপনার চালানের হাত থেকে বাঁচতে সাহায্য করবে।
Connect On :