এভাবে নিজের পেটিএম অ্যাকাউন্ট থেকে অন্য কোন পেটিএম অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার করুন

Updated on 17-Oct-2017
HIGHLIGHTS

এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড বা নিজের পেটিএম ব্যালেন্সের মাধ্যমে অন্য কোন পেটিএম অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। একবারে Rs. 5000 অব্দি বড় অঙ্কের টাকাও পাঠানো যেতে পারে

ভারতে এখন বেশ কিছু সরকারি আর বেসরকারি ডিজিটার পেমেন্ট অ্যাপ পাওয়া যায়। তবে এর মধ্যে পেটিএম এমন একটি অ্যাপ যা জনমানসে অনেক বেশি জনপ্রিয়। পেটিএম ডিজিটাল পেমেন্ট অ্যাপ আর এর মাধ্যমে আপনি যে কোন পেটিএম অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। আর এর সঙ্গে এর মাধ্যমে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন। আপনাকে কোন পেটিএম অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে কোন চার্জ দিতে হবেনা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে কিছু চার্জ দিতে হবে। এখানে আমরা আপনাদের বলব যে কিভাবে আপনি পেটিএম অ্যাকাউন্টে কোন অন্য ইউজার্স এর অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তবে আসুন একবার দেখে নেওয়া যাক।  

1.  সবার প্রথমে আপনাকে আপনার পেটিএম ওপেন করতে হবে আর আবার সবার ওপরে থাকা সব থেকে প্রথম অপশান পে/স্ক্যান (Pay/Scan) এ ক্লিক করুন। 

 

2. এর পরে আপনার সামনে একটি নতুন ফর্ম ওপেন হবে এবার আপনি যে পেটিএম অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে সেই নম্বরটি টাইপ করতে হবে বা নিচের ইনভল ক্যামেরা অপশানে ক্লিক করতে হবে। 

 

3. এবার নম্বর দেওয়ার পরে নিচে অ্যামাউন্ট দেওয়ার অপশান দেখতে পাওয়া যাবে। নম্বর আর অ্যামাউন্ট দেওয়ার পরে প্রসেসড (Proceed) এ ক্লিক করুন। 

 

4. এবার আপনার সামনের স্ক্রিনে যে পেটিএম অ্যাকাউন্ট হোল্ডারের নাম আর নম্বর দেখানো হবে আর নিচে একটি অপশান দেখা যাবে প্রসেসড টূ পে এন্ড অ্যামাউন্ট (Proceed to Pay Rs. 1), এতে ক্লিক করুন।

 

 

5. এবার স্ক্রিনে আপনি পেমেন্ট করার অপশান দেখতে পাবেন, আপনি পেমেন্ট মোড সিলেক্ট করতে পারেন। আপনি ভীম ইউআই, ডেবিট কার্ড, ক্রেডিড কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারেন। আমরা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি। সবার নিচে পে নাও (Pay Now) এর অপশান দেখা যাবে। সঠিক তথ্য দেওয়ার পরে পে নাও (Pay Now) তে ক্লিক করুন। 

 

6. এবার আপনার স্ক্রিনে ওটিপির অপশান আসবে। আপনার ডেবিট কার্ডের সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি আসবে। আর আপনি ওটিপি নম্বর দিলে নিচে সাবমিট (Submit) অপশান আসবে তাতে ক্লিক করুন আর আপনার পেমেন্ট হয়ে যাওয়ার ইনফর্মেশান পাবেন। 

Connect On :