ফোনের ডিলিট হওয়া ছবি এভাবে ফিরিয়ে আনা সম্ভব

ফোনের ডিলিট হওয়া ছবি এভাবে ফিরিয়ে আনা সম্ভব
HIGHLIGHTS

আমরা আজকে এই আর্টিকেলে আপনাদের ডিস্কডিগারের ফটো রিকভারি অ্যাপের বিষয়ে বলব, যার মাধ্যমে আপনারা নিজেদের ফোন থেকে ডিলিট হওয়া ছবি আবার ফিরিয়ে আনতে পারেন

কখনও কখনও এমন হয় যে ফোন থেকে ছবি ডিলিট করার সময়ে আপনি সেই সব ছবিও ভুল করে ডিলিট করে দেন যা আসলে ডিলিট করতে চাননা। আর আপনার সঙ্গে এরকম হয়ত কখনও না কখনও হয়েছে। আর আজকে আমরা এই আর্টিকেলে আপনাদের বলব যে আপনারা কি করে ডিস্কডিগার ফটো অ্যাপের রিকভারি অ্যাপের মাধ্যমে আপনাদের ডিলিট হওয়া ছবি আবার ফিরে পেতে পারবেন।

  • এই অ্যাপটি ব্যাবহার করার জন্য সবার আগে গুগল প্লে স্টোর থেকে Diskdigger Photyo Recovery অ্যাপটি ডাউনলোড করুন।

  • অ্যাপ ওপেন করার পরে স্টার্ট বেসিক ফটো স্ক্যান বটনে ট্যাপ করুন।

  • এই বটনে ট্যাপ করে ছবি, মিডিয়া আর ফাইলের অ্যাক্সেসের জন্য জিজ্ঞেস করা হবে, তা আপলোড করুন।
  • আর এবার আপনার সব ছবি স্ক্যান হয়ে দেখা যাবে।
  • স্ক্যান সম্পূর্ণ হওয়ার পরে আপনারা জেনে যাবেন যে ক্ত গুলি ছবি স্ক্যান হয়েছে, যে ছবি আপনারা রিকভার করতে চান তার ওপর সিলেক রে রকভারি বটনে ক্লিক করুন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo