এই দ্রুতগতির জীবনে দ্রুগতির বিশ্বে সবই এখন দ্রুত থেকে দ্রুততার সঙ্গে ছুটে বেড়াচ্ছে। আগে যে সব কাজ করতে অনেক সময় লাগত এখন তা মুহূর্তের মধ্যে হয়ে যায়। এখন ভারতও সারা বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। আর এখনকার এই বিশ্ব কে ডিজিটাল বিশ্ব বললে কিছু ভুল বলা হবে না। এ যেন মানব সভ্যতার এক ডিজিটাল যুগ। আজকে এই প্রোডাক্ট গুলি Amazon থেকে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
মাত্র বছর খানেক আগে ভারতে ডিমেটাইজেশান হয়েছিল আর সেই সময় সাধারন মানুষ সমস্যার সম্মুখীন হয়েছিল। এর ঠিক এই সময় থেকেই এই দেশে কম ব্যবহার হওয়া ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এক ছুটে পেছন থেকে সামনে এগিয়ে আসে। আর এই ক্ষেত্রে বাকিদের থেকে অনেক এগিয়ে গেছিল পেটিএম। বিপুল সংখ্যক মানুষ সেই সময় থেকেই এই পেমেন্ট অ্যাপটি ব্যবহার করতে শুরু করে। আর এখন এটি পেমেন্ট পরিষেবার একটি অন্যতম প্রধান নাম হয়ে উঠেছে। এই অ্যাপটি অন্যান্য অনেক পেমেন্ট অ্যাপের থেকেই অনেক বেশি জনপ্রিয়। তবে এখনও ব্বহু মানুষই এটি ব্যবহার করতে ভায় পান। তবে এদের সবার জন্য আমরা একটি সিরিজ নিয়ে এসেছি। এখানে আমরা আপনাদের পেটিএম সংক্রান্ত সমস্ত খবর দেবে। পেটিএমের পরে আমরা এধরনের অন্যান্য কিছু অ্যাপের বিষয়েও আপনাদের জানাবো। তবে আপাতত পেটিএমের কথাই বলা হচ্ছে। পেটিএমের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারেন। এর সমস্ত ফিচার্সের কথা আমরা এখানে একে একে আপনাদের জানাবো।
পেটিএম ব্যবহার করার আগে সবার আগে আমাদের নিজেদের ফোনে এই অ্যাপটি ইন্সটল করতে হবে। আর এর জন্য আপনাকে আপনার ফোন থেকে অ্যাপ স্টোরে যেতে হবে আর পেটিএম ডাউনলোড করতে হবে।
এবার আপনাদের পেটিএম রেজিস্টার করাতে হবে, এখানে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর আপনাকে আপনার ফোন নম্বর আর একটি পাসওয়ার্ড সেট করতে হবে।
এর পরে আপনার পেটিএম ব্যবহার করার জন্য তৈরি হয়ে যাবে।
এর পরে কাল আমরা আপনাদের পেটিএমের একটি অন্য ফিচারের বিষয়ে বলব।
আজকে এই প্রোডাক্ট গুলি Amazon থেকে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে