এবার Instagram য়েও ভয়েস মেসেজ পাঠানো যাবে

এবার Instagram য়েও ভয়েস মেসেজ পাঠানো যাবে
HIGHLIGHTS

Whatsapp আর Facebok মেসেঞ্জারের মতন Instagram য়েও এবার এই ফিচারটি এসেগেছে যার সাহায্যে ইউজার্সরা

সম্প্রতি জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম একটি নতুন আপডেট করেছে। এই আপডেট অনুসারে এই অ্যাপে নতুন একটি ফিচার দেওয়া হয়েছে। এই নতুন ফিচারটি ঠিক সেই ভাবে কাজ করবে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মেসেঞ্জারের ফিচারে এর আগে থেকেই আছে। ইউজার্সরা এবার কোন প্রাইভেট চ্যাট বা গ্রুপে এক মিনিটের লম্বা অডিও মেসেজ পাঠাতে পারবে। আর আপনাদের বলে রাখি যে এই আপডেট iOS আর অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই এসেগেছে।

এইভাবে Instagram য়ে ভয়েস মেসেজ পাঠান

  • নিজের ইন্সটাগ্রাম অ্যাপের লেটেস্ট ভার্সানের সঙ্গে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরের মাধ্যমে আপডেট করুন।
  • আর এবার ইন্সটাগ্রাম কনভার্সেশান ওপেন করুন।
  • স্ক্রিনের বটমে থাকা মাইক আইকনে ট্যাপ করে তা হোল্ড করুন। আর এই ভাবে আপনারা ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন।
  • রেকর্ডিং শেষ হলে আপনারা হোল্ড করা জায়গা আনহোল্ড করে দিন।
  • আর এবার আপনাদের ভয়েস মেসেজ নিজে থেকে চলে যাবে।
  • আর আপনারা মেসেজ ডিলিটও করতে পারবেন। এর জন্য ইন্সটাগ্রামে ডিরেক্ট চ্যাটে ভয়েস মেসেজে জান।
  • আর মাইক আইকনে ট্যাপ করে হোল্ড করুন আর আঙ্গুল না সরিয়েই ডিলিট আইকনের দিকে মুভ করুন।

আপনি এবার হ্যান্ডসফ্রি মেসেজ ইউজার্সকে পাঠাতে পারবেন। আর এর জন্য আপনাদের কনভার্সেশানে যেতে হবে।

  • আর এবার মাইক আইকনে অনেকক্ষন হোল্ড করে রাখুন আর ভয়েস মেসেজ রেকর্ড শুরু হলে তা আনলোক আইকনে সোয়াইপ করুন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo