ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp সম্প্রতি তার নতুন ফিচার Edit Message সম্পর্কে জানিয়েছিল। এখন কোম্পানি তার টেক্সট মেসেজ এডিট করার সুবিধা দেওয়ার ফিচারটি রোলআউট করে দিয়েছে। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা মেসেজ পাঠানোর পরেও এডিট করতে পারবেন।
Whatsapp ইউজাররা তাদের মেসেজগুলি 15 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। বলে দি যে বর্তমানে এই মেসেজ এডিট ফিচারটি ওয়েব ভার্সনের বিটা ইউজারদের জন্য চালু করা হয়েছিল। তবে এখন এটি অফিসিয়ালভাবে রোলআউট করার ঘোষনা করে কোম্পানি।
হোয়াটসঅ্যাপ তার একটি ব্লগ পোস্টে জানিয়েছে যে, ভুল করে কোনো মেসেজ করে দেওয়া বা পাঠানো মেসেজে কোনও পরিবর্তন করতে চাইলে, ইউজাররা সেন্ড করা মেসেজও এডিট করে ঠিক করতে পারবেন। তবে ইউজাররা শুধু 15 মিনিটে মেসেজ এডিট করতে পারবেন। এডিট করা মেসেজ এডিটেড এর সাথে ডিসপ্লে হবে।
https://twitter.com/WhatsApp/status/1660680955722629120?ref_src=twsrc%5Etfw
আরও পড়ুন: Twitter-এর বড় আপডেট দিলেন Elon Musk! যুক্ত হচ্ছে পিকচার ইন পিকচার মোড সহ এই ফিচারগুলো
এডিট করে মেসেজ পাঠানোর পরে, মেসেজ রিসিভার মেসেজ এডিট হওয়ার বিষয় জানতে পারবে, তবে তিনি প্রথমে আসা মেসজটি দেখতে পারবেন না।
WhatsApp এর এই ফিচারটি Apple এর ফিচারের মতোই। আইফোন ইউজাররা iOS 16 এর সাথে টেক্সট মেসেজ এডিট করার ফিচারের সুবিধা পেয়েছিল। আইফোন ইউজারও 15 মিনিটের মধ্য়েই তার পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। কীভাবে হবে মেসেজ এডিট…
1. সেন্ড করা মেসেজটি এডিট করার জন্য় ইউজারকে সেই মেসেজে ট্যাপ করতে হবে।
2. এখানে একটি পপ-আপ অপশন দেখতে পারবেন, যেখানে মেসেজ এডিট করার অপশন দেখা যাবে।
আরও পড়ুন: Twitter কে টেক্কা দিতে Instagram আনছে নতুন অ্যাপ, তবে কি টুইটারের ভবিষ্যৎ চিন্তাজনক?
3. এই অপশনের সাহায্যে ইউজাররা মেসেজ এডিট করতে পারবেন।
বলে দি যে WhatsApp-এর নতুন ফিচারটি পার্সনাল চ্যাট এবং গ্রুপ চ্যাট দুটি ক্ষেত্রেই কাজ করবে। তবে বলে দি যে ইউজাররা মেসেজ করার 15 মিনিট পরে সেই মেসেজ এডিট করতে পারবেন না।