WhatsApp হল বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অ্যাপ। এই অ্যাপটি চট করে কারও সঙ্গে যোগাযোগ করার জন্য হোক বা জরুরি কোনও কাজের কথা জানানো হোক সব কিছুতেই ব্যবহার করা যায়। সহজে গ্রুপের মাধ্যমে একসঙ্গে অনেককেই একটা তথ্য দেওয়া যায়, তো এক ক্লিকে আবার ছবি সহ নানা অডিও বা ভিডিও ফাইল পাঠানো যায়। কিন্তু WhatsApp ব্যবহার করতে গেলে যেটা দিতেই হয় সেটা হল ফোন নম্বর।
ফোন নম্বর ছাড়া এই অ্যাপ ব্যবহার করা যায় না। তবে অনেকেই এমন থাকেন যাঁরা সবার সামনে নিজেদের নম্বর নিয়ে আসতে পছন্দ করেন না। এঁদের জন্য কি WhatsApp বিশেষ কোনও সুবিধা দিয়ে থাকেন? নিশ্চয় ভাবছেন এমনটা আবার হয়? ফোন নম্বর ছাড়া WhatsApp! এ তো অকল্পনীয় বিষয়। অকল্পনীয় মনে হলেও এটা সত্যি।
দেখুন এটা ঠিক যে ফোন নম্বর ছাড়া আপনি WhatsApp ব্যবহার করতে পারবেন না। তেমনই এই কথাও ঠিক যে WhatsApp- এর জন্য আপনাকে আপনার নম্বরটাই দিতে হবে এমন কোনও মানে নেই! আপনি আপনার চারপাশে তাকালে এমন অনেককেই দেখতে পাবেন যাঁরা WhatsApp ব্যবহার করলেও চান না যে তাঁদের নম্বর কেউ অকাজে জানুক বা অপরিচিত ব্যক্তির কাছে যাক। গোপনীয়তা বজায় রাখতে চান অনেকেই নম্বরের ক্ষেত্রে। কারণ অনেক সময় দেখা যায় WhatsApp নম্বর নিয়ে অনেকেই বিরক্ত করেন। তখন?
একটা ফোন নম্বর দিয়ে WhatsApp -এর রেজিস্ট্রেশন করতেই হয়। কিন্তু আপনার ফোন নম্বর দেওয়া মানেই অনেকের কাছে সেটা চলে যাওয়া আর অবাঞ্ছিত মেসেজ কল আসা। এবার এসব ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আপনি এক উপায় বেছে নিতে পারেন। ভাবছেন কী? আপনি আপনার ল্যান্ডলাইন নম্বরের সাহায্যে WhatsApp চালাতে পারেন। হ্যাঁ, ঠিকই পড়লেন, ল্যান্ডলাইন নম্বর দিয়ে WhatsApp ব্যবহার করা যায়। দেখুন কীভাবে সেটা সম্ভব।
1. সবার আগে WhatsApp ডাউনলোড করে ইনস্টল করুন। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
2. এবার ভেরিফিকেশনের জন্য আপনার কাছে যখন ফোন নম্বর চাওয়া হবে তখন আপনার ল্যান্ডলাইন নম্বর সেখানে দিয়ে দিন।
3. এবার নেক্সট অপশনে ক্লিক করুন।
4. এবার ভেরিফাই করুন এবং Ok অপশনে ক্লিক করুন।
5. এবার ভেরিফিকেশনের জন্য আপনার কাছে একটি কোড যাবে। একটু অপেক্ষা করুন। তারপর কল মি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করুন।
6. এবার কল রিসিভ করে ভেরিফিকেশন কোড শুনে সেটা দিয়ে দিন। ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।
7. এবার আপনার WhatsApp চালু হয়ে যাবে।