বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বলুন বা নিজের ব্যক্তিগত নানা তথ্য, ঘুরতে যাওয়া বা কোনও কিছুর ছবির শেয়ার করা থেকে মনের অনুভূতি শেয়ার করা সবটার জন্য আমরা এখন ভীষণ ভাবে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছি। আর এই সোশ্যাল মিডিয়াগুলোর অন্যতম জনপ্রিয় হল Facebook। এখানে আমরা লেখা থেকে ছবি, ভিডিও সব পোস্ট করি। কিন্তু অনেক সময় এমন হয় যাঁরা আমাদের প্রোফাইলে নেই অথচ তাও আমাদের পোস্ট দেখতে পাচ্ছে। ব্যক্তিগত তথ্য দেখছে। এসব আটকানোর জন্য Facebook একটি নতুন উপায় এনেছে।
আপনি যদি চান অজানা, অচেনা লোকের থেকে নিজের ফেসবুকে শেয়ার করা সব তথ্য গোপন থাক, কেবল যাঁরা ফ্রেন্ডলিস্টে আছেন তাঁরাই দেখুক আপনি চাইলে তাহলে আপনার Facebook Profile লক করে দিন। হ্যাঁ, ফেসবুক বহুদিন আগেই Facebook Profile Lock নিয়ে এসেছে। এতে কী হবে? কেউ আপনার ছবি ডাউনলোড করা দূর, স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবেন না। তাহলে এবার আপনি দেখে নিন কীভাবে আপনার এই ফেসবুক প্রোফাইল লক করবেন।
এই ফিচারের সাহায্য নিলে আপনার প্রোফাইলের সব তথ্য নিরাপদ থাকবে। এই যেমন আপনার বাই কোথায়, কী পড়েছেন, কোথায় পড়েছেন ইত্যাদি জানা যাবে না। কেউ আপনাকে চাইলেও স্টক করতে পারবেন না। আপনার ছবি ডাউনলোড করতে পারবেন না। আপনি যে ধরনের ফোনেই ফেসবুক ব্যবহার করে থাকুন না সেখানেই এই ফিচার পেয়ে যাবেন। দেখুন সেটা কীভাবে অ্যাক্টিভেট করতে হবে।
1. এটার জন্য আপনাকে আগে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা iPhone -এর ফেসবুক অ্যাপটিতে যেতে হবে।
2. এবার মেইন প্রোফাইল পেজে যান এবং অ্যাড টু স্টোরির পাশেই দেখুন তিনটি ডট আছে।
3. এখানে ক্লিক করুন।
4. দেখুন লক প্রোফাইল বলে একটি অপশন পাবেন।
5. এবার এই অপশনে ক্লিক করুন।
6. যেই হয়ে যাবে পপ আপ মেসেজের ওকে অপশনে ক্লিক করুন।
ব্যাস আপনার বন্ধুরা ছাড়া এখন আর কেউ আপনার শেয়ার করা কোনও তথ্য দেখতে পাবেন না। আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
1. এটার জন্য ব্রাউজার দিয়ে ফেসবুক খুলুন।
2. এবার আপনার লগইন আইডি এ পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলে ঢুকুন।
3. এবার মেইন প্রোফাইল পেজে যান এবং অ্যাড টু স্টোরির পাশেই দেখুন তিনটি ডট আছে।
4. এখানে ক্লিক করুন।
5. দেখুন লক প্রোফাইল বলে একটি অপশন পাবেন।
5. এবার এই অপশনে ক্লিক করুন।
7. যেই হয়ে যাবে পপ আপ মেসেজের ওকে অপশনে ক্লিক করুন।
1. ফেসবুক প্রোফাইল লক করা মানে নিজের সব তথ্য সুরক্ষিত রাখা তাঁদের থেকে যাঁরা আপনার প্রোফাইলে নেই।
2. এঁরা না আপনার প্রোফাইলে শেয়ার করা তথ্য দেখতে পাবেন, না প্রোফাইল পিকচার বা কভার ছবি দেখতে পাবেন, না আপনার স্টোরি, ইত্যাদি।
3. আপনি যা পোস্ট করবেন সেগুলোর অডিয়েন্স সব বদল ওনলি ফ্রেন্ডস হয়ে যাবে পাবলিক থেকে। এমনকি পুরনো পোস্টেরও।
4. আপনার বন্ধুবৃত্তে নেই যাঁরা তাঁরা কেবল আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আপনার অ্যাবাউট সেকশন দেখতে পাবেন।
5. এখানে প্রোফাইল লক করে কিছু শেয়ার করা মানে আপনার ফ্রেন্ডলিস্টে যাঁরা আছেন তাঁদের সঙ্গে কেবল আপনার পোস্ট, ইত্যাদি শেয়ার করতে পারবেন।
আপনি চাইলে সহজেই অ্যাপ বা ওয়েব থেকে ফেসবুক প্রোফাইল আনলক করতে পারবেন। দেখুন সেটা করার উপায়।
1. ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে যান।
2. এবার প্রোফাইলে যান।
3. আবার ওই তিনটি ডট যুক্ত মেনুতে ক্লিক করুন।
4. আনলক প্রোফাইল অপশন ক্লিক করুন।
5. যেই পপ আপ মেসেজ দেখাবে আনলক প্রোফাইলের তখন তাতে ক্লিক করুন আপনার প্রোফাইল আবার আগের মতো আনলক হয়ে যাবে।