বছর ফুরানোর আগেই Instagram -এ এল নতুন ফিচার। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরই 2022 শেষ হয়ে 2023 শুরু হবে। আর এই বিদায়ী বছরের সেরা মুহূর্তগুলিকে আজীবন স্মরণীয় করে রাখার জন্য নতুন পদক্ষেপ নিল ইনস্টাগ্রাম। বছর শেষ হওয়ার আগেই একটি নতুন ফিচার আনল এই জনপ্রিয় অ্যাপ। Recap Reels বানানো যাচ্ছে এখন ইনস্টাগ্রামে তাও মাত্র কয়েকটি সহজ ধাপ মেনেই। আর এই Reels এই উঠে আসবে আপনার 2022 সালের এক ঝলক। আপনি চাইলে নিজের মতো করে এই রিলস বানাতে পারবেন। কিন্তু ভাবছেন কী করে বানাবেন সেই রিলস? দেখে নিন সহজ পদ্ধতি।
এটা বানানোর জন্য আপনাকে সবার আগে Instagram খুলে স্ক্রিনের একদম নিচের দিকে যে রিল অপশন আছে ওটাকে ক্লিক করুন।
এবার চলে যান স্ক্রিনের ডান দিকের উপরে থাকা ক্যামেরা আইকনে।
এবার আপনি কোন টেমপ্লেটে ভিডিও বানাবেন সেটা বেছে নিন।
মনে রাখবেন আপনি কিন্তু এখানে ইনস্টাগ্রামের তৈরি করা নানা টেমপ্লেট দেখা যাবে।
সেখান থেকেই আপনাকে বেছে নিতে হবে।
এবার টেমপ্লেট বাছা হলে আপনার ফোনের গ্যালারিতে থাকা যে যে ছবিগুলো এখানে রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন।
আপনি যেই মুহূর্তে ছবিগুলো সিলেক্ট করে দেবেন অমনি ইনস্টাগ্রাম আপনাকে আপনার Recap Reels তৈরি করে দেবে।
এবার আপনি এটাকে ইনস্টাগ্রামে পোস্ট করে দিন।
যদি চান আপনি এই Reels সেভ করে রাখতে পারবেন ফোনে।
এই বিষয়ে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি ইনস্টাগ্রামে যে ছবি বা ভিডিও পোস্ট করেছেন তার বাইরে ফোনের গ্যালারি থেকে ছবি বাছতে পারবেন। অসুবিধা হবে না। ইনস্টাগ্রামে অনেকেই তাঁদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা, মুহূর্ত পোস্ট করেন, কিন্তু বছরকে ঘুরে দেখতে গেলে কিছু টুকরো স্মৃতি, কথা, ছবি মনে পরে। এই Reels সেটাই করবে আপনার জন্য। এক ঝলকে গোটা 2022 আপনার সামনে নিয়ে আসবে।