ইলেকট্রনিক মেইল বা ইমেল পরিষেবা দেওয়ার নানা উপায়ের অন্যতম হল Gmail। এটি বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত এবং দারুন জনপ্রিয়। তবে এখানে কাজের ইমেল ছাড়াও নানা অদরকারি, অপ্রয়োজনীয় ইমেলও এসে থাকে। কখনও এই স্প্যাম ইমেল ধরা যায় না, আর কখনও ধরা গেলেও কী করে এর থেকে মুক্তি পাওয়া যাবে সেটা বুঝে ওঠা যায় না। আর আপনার এই অপারগতার সুযোগ নেয় স্ক্যামাররা। সেই ঝুঁকি যেমন থাকে, তেমনই এই স্প্যাম ইমেল Gmail -এর অনেকটা অংশ দখল করে রাখে। ফলে স্টোরেজ ভরে গেল অনেক সময় জরুরি ইমেল আসতে পারে বা। ফলে আপনার Gmail অ্যাকাউন্ট থেকে এই অপ্রয়োজনীয় ইমেলগুলো ডিলিট করা প্রয়োজন।
আপনার জ্ঞাতার্থে জানাই Gmail তার সকল ব্যবহারকারীদের এমন একটি পদ্ধতি ব্যবহারের সুযোগ দেয় যার সাহায্যে আপনি এই স্প্যাম ইমেলকে রিপোর্ট করতে পারবেন। এতে কী হবে? এতে Google এর কাছে একটি কপি যাবে এবং ভবিষ্যতে আর কেউ সেই অ্যাকাউন্ট থেকে কোনও ইমেল পাবেন না।
এটার জন্য আপনাকে আগে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে Gmail খুলতে হবে।
তারপর যে ইমেল অ্যাকাউন্ট আপনি ব্লক করবেন ভাবছেন সেটার ইমেল খুলুন আগে।
এবার দেখুন এই ইমেলের উপর দিকে তিনটি ডট আছে। সেখানে ক্লিক করুন।
এবার দেখুন ওখানে ব্লক অপশন আছে। তাতে ক্লিক করে দিন।
1. এখানেও আপনাকে ফোনে Gmail App খুলতে হবে।
2. এবার আগের মতোই যে ইমেল ব্লক করতে চান সেটাকে খুলুন।
3. এবার দেখুন এই ইমেলের উপর দিকে তিনটি ডট আছে। সেখানে ক্লিক করুন।
4. এবার দেখুন ওখানে ব্লক অপশন আছে। তাতে ক্লিক করে দিন।
1. এখানেও আপনাকে Gmail -এর অ্যাপ খুলতে হবে আগে।
2. এবার আগের মতোই যে ইমেল ব্লক করতে চান সেটাকে খুলুন।
3. এবার দেখুন এই ইমেলের উপর দিকে তিনটি ডট আছে। সেখানে ক্লিক করুন।
4. এবার দেখুন ওখানে ব্লক অপশন আছে। তাতে ক্লিক করে দিন।