HIGHLIGHTS
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্টোরিজে শেয়ার করতে চান?
কি করে হোয়াটসঅ্যাঅপ স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করবেন তার গাইড
এই সময়ে অনেক গ্রাহকই ফেসবুক আর ইন্সটাগ্রাম অ্যাপে স্টোরি পোস্ট করেন আবার অনেকে আছেন যারা হোয়াটসঅ্যাপে স্টোরি শেয়ার করেন। আর ফেসবুকের মেসেঞ্জিং অ্যাপ হোয়াটঅইয়াপে নতুন ফিচার টেস্ট করা হ্যছে আর এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করা যায়।
আর এই ফিচার সব হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে পাওয়া যাচ্ছে আর গ্রাহকরা এই ফিচার ব্যাবহার করতে চাইলে তাদের বিটা ভার্সানে যেতে হবে।
কি করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে
- প্রথমে নিজের হোয়াটসঅ্যাপ ওপেন করুন
- স্ট্যাটাস অপশানে গিয়ে স্ট্যাটাস ক্রিয়েড করুন
- এবার এখানে দুটি অপশান আসবে শেয়ার ওল্ড স্ট্যাতাস বা নিউ স্ট্যাটাস এর মধ্যে থেকে অপশান বাছুন
- আর এবার গো টু মাই স্ট্যাটাসে যান আর এখানে ফেসবুক স্টোরি শেয়ার করুন
- আর যদি ফেসবুক অ্যাপ অ্যালাউ বা ওপেন করার অপশান আসে তবে তাতে ট্যাপ করুন
- ফেসবুক অ্যাপে গিয়ে অডিয়েন্স বাছুন আর যাদের আপনার স্টোরি দেখতে দিতে চান না তাদের বাদ দিন
- আর আপনার পুরনো স্ট্যাটাস শেয়ার করেন তবে স্ট্যাটাসে গিয়ে মোর অপশানে যান আর এটি ফেসবুকে শেয়ার করুন
- আর ফেসবুক অ্যাপ অ্যালাউ বা ওপেন অপশানে যান আর ট্যাপ করুন
- ফেসবুক অ্যাপে যান আর অডিয়েন্স বাছুন যা আপনার স্টোরি দেখতে পারবেন আর এর পরে শেয়ার নাও অপশানে ক্লিক করুন