HIGHLIGHTS
হোয়াটসঅ্যাপ গ্রাহকরা নতুন ফিঙ্গারপ্রিন্ট লক ফিচারের সুবিধা পেয়েছেন
আর এবার চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন
লেটেস্ট ভার্সান ডাউনলোড করুন
ফেসবুক অধিকৃত ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের গ্রাহকদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে আর এতে গ্রাহকরা একটি ভাল অভিজ্ঞতা পাবেন। আর সম্প্রতি কোম্পানি তাদের এই অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার দিয়েছেন আর এর মাধ্যমে আপনারা আপনাদের চ্যাট আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক ক্যাপাসেটি সেন্সার আর ইন ডিসপ্লে বা ইন স্ক্রিন ফিঙ্গারপ্রুন্ট সেন্সার কাজ করবে। আর এবার আপনারা হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যাবহার করতে পারবেন আর কি করে তা করতে পারবেন তা আমরা আপনাদের এখানে জানাব।
কি করে হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক এনেবেল করবেন
অ্যান্ড্রয়েডে
- নতুন ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার ব্যাবহার করার জন্য আপনাদের দেখতে হবে যে আপনাদের অ্যাপ আপডেটে কিনা আর যদি তা না হয় তবে আগে অ্যাপ আপডেট করে নিন।
- অ্যাপ আপডেট করার পরে অ্যাপ খুলুন আর স্ক্রিনের ডান দিকে দেওয়া তিনটি ডটে ট্যাপ করুন।
- আর এবার এখানে অ্যাকাউন্ট অপশানে যান আর প্রাইভেসিতে যান আর স্কেহাএন সবার নিচে থাকা অপশান ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করুন।
- পরে স্ক্রিনে আনলক ইউথ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করুন।
- আর এখানে গ্রাহকরা তিনটি অপশান পাবেন এর মধ্যে থেকে আপনারা বাছতে পারবেন যে অ্যাপ বন্ধ হওয়ার পরে অ্যাপ কল 1 মিনিট বা 30 মিনিটে বন্ধ হবে।
- আর এর মধ্যে থেকে একটি অপশান আপনাদের বাছতে হবে আর এখানে অ্যাপ খুলতে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহার করতে হবে। আর ভবিষ্যতে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক ইচ্ছে হলে ডিসেবেলও করতে পারবেন।
iOS য়ে
- iOS য়ের প্রাইভেসি ফিচার এনেবল করার সিস্টেম প্রায় একই। নতুন আই ফোনে আপনারা টাচ আইডির বদলে ফেস আইডিও ব্যাবহার করতে পারবেন।
- প্রথমে আপনাদের আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
- আর এবার এখানে ইন অ্যাপ সেটিংসে যান।
- এখানে গো টু অ্যাকাউন্টে গিয়ে প্রাইভেসি অপশানে যান।
- আর এবার এই ফিচার এনেবেল করার জন্য স্ক্রিন লকে গিয়ে তা এনেবেল করুন।