কি করে জিও ফোনে টিকটক চালাবেন?

Updated on 04-Nov-2019
HIGHLIGHTS

আপনারা জানেন যে এই ফোনে এখন হোয়াটসঅ্যাপ আর ইয়টিউব প্লে করা যায়

আর তাই কোম্পানি জিও অ্যাপের অ্যাক্সেস দিয়েছে

এখন আপনারা জিও ফোনে টিক টক ব্যাবহার করতে পারেন না

আপনার জানেন যে শুধু মাত্র হোয়াটসঅয় প আর ইউটিউব জিও ফোনে চালানো যায় আর এই জন্য কোম্পানি ফোনে জিও অ্যাপের অ্যাক্সেস দিয়েছে। যাতে আপনারা সেখানে অনেক কিছু দেখতে পারেন। আর এখন আপনারা জিও ফোনে টিক টক পান না। আর এবার টিকটক ভিডিও যদি চান তবে এই ফোন থেকে দেখতে পারবেন। আর আজকে এখানে আমরা আপনাদের জানাব কি করে তা সম্ভব হবে।

কি করে জিও ফোনে টিক টক চালাবেন

জিওফোনে টিকটক ইন্সটল করা যায় না আর আপনারা তাও চাইলে এই ফোনে টিকটক ভিডিও দেখতে পারবেন। আর এর সঙ্গে আপনাদের জিও ফোনে আপনারা ইউটিউবের অ্যাক্সেস থাকা দরকার, এবার এখানে সার্চে আপনারা ইউটিয়ব সার্চ বারে টিকটক ইন্ডিয়া লিখুন, আর এখানে আপনারা সার্চ করলে টিকটকে যেতে পারবেন আর সেখানে কিছু ভিডিও দেখা যাবে। আর আপনারা হয়ত কিছু ভিডিও দেখতে পারবেন না। আর সেক্ষেত্রে এখানে আপনারা যে ভিডিও এখানে থাকবে তাই দেখতে পারবেন।

আর এর সঙ্গে জিও ফোন গ্রাহকরা গুগল ম্যাপ, ইউটিউব আর ফেসবুক ব্যাবহার করতে পারবেন। আর আপনাদের বলে রাখি যে জিওফোন আর জিওফোন ২ একমাত্র এমন ফিচার যা KaiOS য়ে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে।

আর এবার আমরা দেখি যে জিওফোনে হোয়াটসঅ্যাপ ইন্সটল আর ডাউনলোড করতে পারে। আর এর সঙ্গে আজকে এখানে আমরা আপনাদের কিছু সহজ স্টেপ বলব। এখানে আপনারা এই স্টেপ ফলো করে জিওফোনে হোয়াটসঅ্যাপ ইন্সটল করতে পারবেন। আসুনে একবার সেই প্রক্রিয়া দেখে নাওয়া যাক।

এভাবে জিওফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন

  • প্রথমে আপনাদের ফোন আপডেট করুন
  • এবার জিওফোনের জিও স্টোর ওপেন করুন
  • আর এখানে সার্চ বক্সে হোয়াটসঅ্যাপ লিখুন
  • আর এবার হোয়াটসঅ্যাপে গিয়ে ডাউনলোড করুন আর এটি শেষ হলে আপনারা অ্যাপ ওপেন করুন
  • আর এবার রিলায়েন্স জিও নাম্বারের মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটআপ করুন
  • আর এখানে আপনারা একটি OTP পাবেন যা এখানে দিতে হবে
  • আর এবার জিও ফোনে সহজে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে পারবেন
Connect On :