ভারত, Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp -এর অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্মগুলির একটি। এবং ভারত এমন একটি দেশ যেখানে প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি অঞ্চলের ভাষা ভিন্ন ভিন্ন। সকল ইউজারদের সুবিধার জন্যে অ্যাপটি বর্তমানে অসংখ্য আঞ্চলিক (regional) ভাষার অপশন দেয়। যেমন- হিন্দি, বাংলা, তামিল, গুজরাটি, কন্নড় ইত্যাদি। আপনার WhatsApp এর ভাষা যদি আপনার মাতৃভাষা করতে চান তাহলে দেখে নিন সহজ পদ্ধতিগুলি-
WhatsApp এর ভাষা চেঞ্জ করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হল, আপনার স্মার্টফোনের সম্পূর্ণ ভাষা বদল করে। দ্বিতীয়টি হল, শুধুমাত্র WhatsApp এর ভাষা বদল করে। এবার দেখে নিন কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে-
WhatsApp অটোমেটিক আপনার মোবাইলের ডিফল্ট ভাষাটি এডপ্ট করে নেয়। সুতরাং, আপনি যদি আপনার স্মার্টফোনের ভাষা হিন্দি, বাংলা, তামিল বা অন্য কোনো ভাষা রাখেন তাহলে WhatsApp এর ভাষাও সেই ভাষায় পালটে যাবে।
যদি আপনি আপনার স্মার্টফোনের সম্পুর্ণ ভাষা না পাল্টে শুধুমাত্র WhatsApp এর ভাষা পরিবর্তন করতে চান তাহলে এই সহজ step গুলি ফলো করুন-