WhatsApp মানেই এক ছাদের তলায় অনেক কিছু। আপনি কাউকে মেসেজ পাঠাতে চান? পারবেন।
কাউকে ভয়েস বা ভিডিও কল করতে চান পৃথিবীর যে কোনও প্রান্তে বসে? পারবেন। কিংবা ডকুমেন্ট, ছবি, ভিডিও, ভয়েস মেসেজ পাঠাতে চান? সেও সম্ভব।
একই সঙ্গে এই বেসিক মেসেজিং সুবিধা ছাড়াও এখানে একাধিক নিরাপত্তা জনিত ফিচার আছে। এটা ব্যবহারকারীদের তথ্য নিরাপদে রাখে।
সম্প্রতি একটি আপডেটে WhatsApp -এর তরফে একটি নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এতদিন পর্যন্ত WhatsApp -এর স্ট্যাটাসে কেবল ছবি বা ভিডিও শেয়ার করা যেত। বা বড় জোর টেক্সট মেসেজ লিখে সেটা শেয়ার করা যেত।
কিন্তু এবার থেকে ব্যবহারকারীরা চাইলে এখানে ভয়েস মেসেজ শেয়ার করতে পারবেন। আগে এই ফিচারটি কেবল iOS ব্যবহারকারীদের জন্য আনা হয়েছিল। এখন এই Meta অধীনস্থ কোম্পানির তরফে অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিয়ে আসা হয়েছে।
এই ফিচারের সাহায্যে এখন ব্যবহারকারীরা তাঁদের ভয়েস রেকর্ড করে WhatsApp- এ স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারবেন। এই নতুন ফিচার আপনাকে ভয়েস নোট স্ট্যাটাস হিসেবে শেয়ার করার সুযোগ দেবে। ফলে আপনি লিখতে না চাইলে মুখে বলে বা গান বা কবিতা শেয়ার করতে চাইলে এভাবে স্ট্যাটাস দিতে পারেন। এবার এই স্ট্যাটাস আপনি কাদের সঙ্গে শেয়ার করবেন আপনি সেটা আপনার প্রাইভেসি থেকে ঠিক করে নিতে পারবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি নিয়ে আরও সতর্ক হল সংস্থা! 10 ভারতীয় ভাষায় লঞ্চ করল নতুন ফিচার
আপনি যে এই ভয়েস স্ট্যাটাস দেবেন সেটাও এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ আপনার স্ট্যাটাস নিরাপদ থাকবে। আপনি যাঁদের সঙ্গে সেই স্ট্যাটাস শেয়ার করতে চাইছেন তাঁরাই দেখতে পাবেন। তবে মনে রাখবেন ছবি, ভিডিও বা টেক্সট স্ট্যাটাসের মতো এটাও কিন্তু মাত্র 24 ঘণ্টার জন্য উপলব্ধ থাকবে।
যদিও ব্যবহারকারীরা যখন চাইবেন তখনই এই স্ট্যাটাস ডিলিট করে ফেলতে পারবেন। আপনি আপনার সুবিধা অনুযায়ী যেমন শেয়ার করতে পারবেন তেমনই ডিলিট করতে পারবেন।
আপনি যদি এই ভয়েস স্ট্যাটাস WhatsApp -এ দিতে চান তাহলে পর পর এই স্টেপসগুলো মেনে চলুন।
1. আপনার অ্যান্ড্রয়েড ফোনে WhatsApp খুলুন।
2. এবার স্ট্যাটাস অপশনে যান যেটা ফোনের মাঝামাঝি আছে।
3. এবার দেখুন ক্যামেরা আইকন আছে মাই স্ট্যাটাস অপশনে। এটা একদম উপরে দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।
4. এবার আপনাকে স্ট্যাটাস স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। এবার আপনি কোন মিডিয়া দিতে চান স্ট্যাটাসে সেটা ক্লিক করুন।
আরও পড়ুন: WhatsApp-এর সুবিধা এবার বিভিন্ন ভাষায়! কবে উপলব্ধ হবে এই ফিচার?
5. আপনি এবার মাইক্রোফোন অপশনটা ক্লিক করুন। ওটাকে ক্লিক করে থেকে ভয়েস রেকর্ড করুন। রেকর্ড করা হয়ে গেলে ছেড়ে দিন।
6. এবার আপনি চাইলে এখানে কোনও স্টাটাস যোগ করতে পারবেন।
7. এবার সব হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করুন। তাহলেই হয়ে যাবে।