WhatsApp-এর জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে এখন তুঙ্গে। Meta-এর এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের যেমন টেক্সট মেসেজ পাঠাতে দেয়, তেমনই ডকুমেন্ট, ছবি, ভিডিও, ইত্যাদিও শেয়ার করতে দেয়। সঙ্গে ভয়েস এবং ভিডিও কলের সুবিধা তো আছেই। এই অ্যাপটিতে হামেশাই নিত্য নতুন ফিচার যোগ হতেই থাকে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে আরও ভালো হয় সেটার চেষ্টা থাকে এই অ্যাপের তরফে। সম্প্রতি এই অ্যাপে একটি নতুন ফিচার যোগ হয়েছে। এতদিন এখানে টেক্সট, ছবি বা ভিডিও স্ট্যাটাস হিসেবে দেওয়া যেত। এখন ব্যবহারকারীরা চাইলে ভয়েস স্ট্যাটাস দিতে পারবেন। আপনিও কি চান ভয়েস স্ট্যাটাস হিসেবে দিতে? কিন্তু পারছেন না? তাহলে দেখুন কী করণীয়?
এটার জন্য আপনাকে সবার আগে আপনার ফোনে WhatsApp খুলতে হবে।
এবার WhatsApp-এর স্ট্যাটাস অপশনে যান।
এবার প্লাস সাইনটিতে ক্লিক করুন। দেখুন এটি আপনার ফোনের উপরের বাঁদিকে আছে।
এবার মাইক্রোফোন অপশনে ক্লিক করুন এবং আপনার ভয়েস মেসেজ রেকর্ড করুন।
30 সেকেন্ড পর্যন্ত আপনার যা যা বলার সেটা বলে রেকর্ড করুন।
এবার প্লে বাটন চালিয়ে দেখে নিন ঠিক আছে কিনা।
যদি ঠিক থাকে তাহলে সেন্ড অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনার ভয়েস স্ট্যাটাস সবার সঙ্গে শেয়ার হয়ে যাবে।
এছাড়া আপনি চাইলে সেই ভয়েস স্ট্যাটাসে কোনও ক্যাপশন যোগ করতে পারেন, এটার জন্য আপনাকে Add a caption অপশনে যা লিখতে চান সেটা লিখতে হবে।
এবার আপনি এই ভয়েস স্ট্যাটাস শেয়ার করে দিতে পারেন।
WhatsApp খুলুন iPhone-এর।
এবার এখানেও স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।
এবার প্লাস সাইনটিতে ক্লিক করুন। এটি স্ক্রিনের উপরের বাঁদিকে আছে।
এবার মাইক্রোফোন অপশনে ক্লিক করুন এবং আপনার ভয়েস মেসেজ রেকর্ড করুন। 30 সেকেন্ড পর্যন্ত আপনার যা যা বলার সেটা বলে রেকর্ড করুন।
এবার প্লে বাটন চালিয়ে দেখে নিন ঠিক আছে কিনা।
যদি ঠিক থাকে তাহলে সেন্ড অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনার ভয়েস স্ট্যাটাস সবার সঙ্গে শেয়ার হয়ে যাবে।
এছাড়া আপনি চাইলে সেই ভয়েস স্ট্যাটাসে কোনও ক্যাপশন যোগ করতে পারেন, এটার জন্য আপনাকে Add a caption অপশনে যা লিখতে চান সেটা লিখতে হবে।
ভয়েস স্ট্যাটাসের মাধ্যমে মনের কথা এখন অনেক সহজেই সবার সঙ্গে শেয়ার করা যায়। অনেকেই ভিডিওতে স্বচ্ছন্দ বোধ না করলেও কথা বলতে ভালোবাসেন, তাঁদের জন্য এটা একটা ভালো উপায়। এটার সাহায্য নিজের বক্তব্য একটা পার্সোনাল টাচ দেওয়া যায়।