এভাবে হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠান

Updated on 29-Jul-2019
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড ফোনে এভাবে স্টিকার পাঠানো যায়

GIF ফাইলও একই ভাবে পাঠানো সম্ভব

জনপ্রিয় মেসেঞ্জিবং অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রায়ই একাধিক আপডেট নিয়ে আসে। আর তাদের অনেক আপডেটেড ফিচারই যথেষ্ট জনপ্রিয়ও হয়ে ওঠে। আর এর মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপের স্টিকার অ্যাপ।

আপনারা এই অ্যাপটি হয়ত ব্যাবহার করেন আবার স্টিকার ,উঘই বা ইমজি চ্যাটের সময়ে পাঠিয়ে থাকেন। তবে আজকে আমরা এখানে আপনাদের আরও একবার জানাব যে কি করে হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠাতে হয়। আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা হয় এই অ্যাপ সে ভাবে অ্যাক্টিভলি ব্যাবহার করেন না বা সবে নতুন নতুন অ্যাপটি ব্যাবহার করছেন।আর সেই সময়ে বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যাটের সময়ে অপর পক্ষের কাছ থেকে আসা এই ধরনের স্টিকার বা ইমোজি দেখে তা নিজে পাঠানোর চেষ্টা করলেও বুঝে উঠতে পারেন না যে কি করে তা সম্ভব।

আর আজকে আমরা এখানে আপনাদের জানাব যে কি করে হোয়াটসঅ্যাপে স্টিকার বা এই ধরনের ছবি চ্যাটে পাঠানো যায়। আর আপনাদের আশা করি এটি পড়ার পরে এই বিষয়ে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। আর হয়ত আপনারা চ্যাটে এই মেসেজ করে অপরপক্ষকে চমকে দিতেও পারেন। আসুন তবে দেখা যাক যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কি করে স্টিকার পাঠানো যায়।

এভাবে হাওয়াটসঅ্যাপ চ্যাটে স্টিকার পাঠান

  • প্রথমেই আপনাদের বলে রাখি যে আপনারদের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আর আপডেটে অ্যাপটি থাকতে হবে।
  • আর এবার আপনি যার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাইছেন তার চ্যাট বক্স খুলন।
  • এবার এখানে নিজের টাইপিং বারে বাঁ দিকে স্মাইলি দেখতে পাবেন
  • সেই স্মাইলি আইকনে ক্লিক করুন
  • এবার এখানে আপনাকে প্রথমে আপনার ব্যাবহার করা সব থেকে বেশি কিছু ইমোজি দেখাবে
  • আপনি সেই বারের নিচের দিকে আরও তিনটি সিম্বল দেখতে পাবেন
  • সেখানে একদম ডান দিকের একটি বক্স মতন আইকনে ক্লিক করুন
  • এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের যে স্টিকার গুলি আছে তা আপনাকে দেখাবে
  • এখানে পাসে থাকা প্লাস সাইনে গেলে আরও কোন কোন স্টিকার অপশান আছে তা দেখাবে
  • এখানে যে গুলি আপনি অ্যাড করতে চান তার ওপর ক্লিক করুন আর সেখানে রাইট ক্লিক দেখাবে
  • আর সেটি আপনার স্টিকার তালিকায় অ্যাড হয়ে যাবে
  • আর এবার এখানে একদম নিচে গেট মোর স্টিকার লেখা থাকবে
  • সেখানে ক্লিক করলে আপনারা গুগল প্লে স্টোরে এই ধরনের আরও যে স্টিকার আছে তার অপশান পাবেন
  • সেখান থেকে কিছু পছন্দ হলে তা আপনারা ইন্সটল করতে পারবেন

GIF ফাইল কি করে পাঠাবেন

  • প্রথমে যেখানে ঐ স্টিকার অপশান দেখেছিলেন তার পাসেই GIF বলে একটি অপশান দেখতে পারবেন
  • আর এই অপশানে ক্লিক করে আপনি বিভিন্ন GIF ফাইল পেয়ে যাবেন
  • এবার পছন্দের ফাইলটির ওপর ক্লিক করে তা পাঠিয়ে দিন।

 

Connect On :