এভাবে ফেসবুক শেষ করে দিচ্ছে ফোনের ডাটা?? এভাবে বাঁচুন

Updated on 04-Feb-2020
HIGHLIGHTS

ফেসবুকের সেটিংস বদলাতে হবে

এই ভাবে ফোনের ডাটা বাঁচানো সম্ভব

আমরা এখন যে সব অ্যাপ আমাদের স্মার্টফোনে ব্যাবহার করি সেই সব অ্যাপের মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুক আমরা এত বেশি ব্যাবহার করি যে অনেক সময়ে ফোনের ডাটা সব থেকে বেশি শেষ হয়ে যায় ফেসবুকের জন্য। আসলে ফেসবুকে আমরা আমদের টাইমলাইনে একাধিক কাজ করে থাকি এর মধেয় নিজদের স্ট্যাটাস আপডেট থেকে শুরু করে ভিডিও দেখার মতন একাধিক কাজ হয়। আর আপনাদের যদি মনে হয় এই সবের মধ্যে থেকে ফেসবুক

কিন্তু ভাবছেন এই সব হয় তো ঠিকই কিন্তু বাঁচার উপায়!! আজকে আমরা এখানে আপনাদের ফেসবুকের ব্যাভারে ডাটা শেষ হওয়ার এই প্রক্রিয়ার হাত থেকে কিছুটা রেহাই দেওয়ার চেষ্টা করব।

মানে সোজা কথা আমরা আজকে এই আর্টিকেলে আপনাদের জানাব যে কি করে আপনারা ফেসবুক ব্যাবহারে বেশি ডাটা খরচের হাত থেকে বাঁচবেন।

ফেসবুক সেটিংস বদলে ডাটা বাঁচান

ফেসবুকে আপনারা কিছু সহজ সেটিংস করে ফেসবুক নিউজ ফিডে ভিডিও প্লে করে সেটিংস সেট করতে পারবেন।

  • প্রথমে স্মার্টফোনের ফেসবুক অ্যাও ওপেন করুন
  • এবার স্ক্রিনের ওপরে হ্যামবার্গার আইকনে যান আর স্ক্রোল ডাউন করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে অপশানে কিল্ক করুন।
  • আর এখানে আপনাদের স্ক্রিনে সবার নিচে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসে ট্যাপ করুন।
  • এর পরে আপলোড ফটোজ অ্যান্ড HD অপশানে আপলোড ভিডিও ইন HD অপশান বন্ধ করুন।
  • আর এছাড়া অটো প্লে অপশানে যান আর স্ক্রিনের নিচে দেওয়া অন ওয়াইফাই কানেকশান ওনলিতে ক্লিক করুন যেখানে আপনারা নিউজ ফিডে ভিডিও শুধু ওয়াইফাই নেটওয়ার্কেই অটো প্লে হবে।

ডাটা সেভার

  • আর ফেসবুকে এর স্নবগে ডাটা সেভার অপশান থাকে সেখানে আপনাদের ইমেজ সাইজ কম করতে পারবেন আর অটো প্লে ভিডিও অপশান ডিসেবেল করতে হবে। আর এই অপশানের অ্যাক্সেস করার জন্য সেটিংসে যান
  • আর এখানে ডাটা সেভার অপশানে আপনাদের হ্যামবার্গার আইকনে যেতে হবে আর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে।
  • আর এখাএন আপনারা ডাটা সেভার অপশান পাবেন সেখানে ট্যাপ করতে হবে আর এটি অন করতে হবে।

এখানে দেওয়ার এই সব উপায়ে আপনারা ফেসবুকের ব্যবহারে বেশি ডাটা ব্যাবহারের হাত থেকে বাঁচতে পারেন।

Connect On :