এভাবে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করুন

Updated on 02-Aug-2019
HIGHLIGHTS

ইন্সটাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে তা এভাবে রিসেট করুন

এভাবে ইন্সটাগ্রামের ইউসার নেম, মেল আইডিও রিসেট করা যাবে

আপনারা যদি ইন্সটাগ্রামের পাসওয়ার্ড ভুলে জান আর রিসেট না করতে পারেন তবে একটি সহজ উপায়ের মাধ্যমে তা করতে পারবেন। আপনারা নিজদের ইন্সটাগ্রাম ইউজার নেম বা ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আর এই ভাবে নিজের ইন্সটাগ্রামের পাসওয়ার্ড বদলাতে বা ভুলে জাওয়া পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

ইউসারনেম বা মেল আইডি ব্যাবহার করে ইন্সটাগ্রামের পাসওয়ার্ড রিসেট করুন

  • নিজের ফোনে ইন্সটাগ্রাম অ্যাপ ওপেন করুন
  • এবার এখানে এখানে এই অপশান গুলি থাকবে এখান থেকে একটি সিলেক্ট করে সাইন ইনে ট্যাপ করুন
  • এখানে ইমেল আইডি বা ইউজার নেম অ্যাড করুন
  • এবার এখানে দেওয়া সেন্ড অ্যান ইমেল অপশানে ক্লিক করুন
  • এবার নিজের ফোন বা মেল আইডি ওপেন করুন আর ইন্সটাগ্রাম থেকে আশা ইমেল ওপেন করুন
  • এবার এখানে লগ ইন পেজ( নিজের ইউজার নেম) অপশান আসবে তার নিচে ইউ ক্যান রিসেট ইউওর পাসওয়ার্ড অপশান আসবে, সেখানে পাসওয়ার্ড রিসেট করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আর এবার এখানে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

ফোন নাম্বার ব্যাবহার করে পাসওয়ার্ড রিসেট করুন

  • নিজের ফোনে ইন্সটাগ্রাম ওপেন করুন
  • এখানে লগ ইন অপশানের নিচে দেওয়া গেট হেল্প সাইন ইনে ট্যাপ করুন
  • অ্যান্ড্রয়েড অ্যাপে সেন্ড অ্যান্ড SMS পাওয়া যায়।
  • ফোন নাম্বার দিয়ে সেন্ড লগ ইন অপশানে ক্লিক করুন আর এর পরে ইনবক্সে একটি মেসেজ আসবে। আর এই মেসেজের লিঙ্কে পাসওয়ার্ড রিসেট করুন।
Connect On :