Facebook Account হ্যাক হয়েছে? দেখুন কোন উপায়ে ফেরত পাবেন

Updated on 14-Feb-2023
HIGHLIGHTS

অনেক সময়ই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়

বন্ধুদের কাছে অবাঞ্ছনীয় ভুলভাল মেসেজ, ফিশিং লিংক ইত্যাদি চলে যায়

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও ফিরে পাওয়ার সহজ উপায় আছে, যেমন পাসওয়ার্ড বদলে ফেলুন

আপনার Facebook Account কি কেউ হ্যাক করেছে? আপনি চেয়েও আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না, বা আপনার বন্ধুদের কাছে ভুলভাল মেসেজ চলে যাচ্ছে? তাহলে চিন্তা করবেন না দেখে নিন কী করলে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে পারবেন। আপনি ফোনে ফেসবুক ব্যবহার করুন বা ল্যাপটপে কিংবা কম্পিউটারে দেখে নিন কোন উপায়ে আপনার পাসওয়ার্ড ফের রিসেট করতে পারবেন। SMS বা মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব দেখে নিন সেটার সহজ পদ্ধতি।

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সহজ উপায়।

  • সবার আগে ফোনে পাসওয়ার্ড রিসেট করুন ফেসবুকের
  • ফেসবুকে যান। আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে আপনাকে লগইন পেজে নিয়ে যাওয়া হবে। অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না।
  • এরপর দেখুন একটা বাটনে 'নিড হেল্প?' লেখা আছে। সেটাকে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন 'ফরগট পাসওয়ার্ড?' বলে আবার একটি পপ আপ দেখাবে। এটাকে স্কিপ করে যান।
  • এবার যে পেজটা খুলবে ওখানে আপনাকে আবার Forgot Password অপশন দেখাবে। এটাকে ক্লিক করলে দেখতে পাবেন ফেসবুক পাসওয়ার্ড রিসেট পেজে আপনাকে নিয়ে যাবে।
  • এবার এই পেজের উপরে যে টেক্সট বক্স দেখা যাচ্ছে সেখানে নিজের ইমেল আইডি বা ফোন নম্বর দিয়ে দিন যেটার সাহায্যে আপনি ফেসবুকে লগইন করতেন। আপনি যদি মোবাইল নম্বর এর আগে আপনার অ্যাকাউন্টে ব্যবহার না করে থাকেন তাহলে ইমেল আইডি দিতে হবে আপনাকে।
  • এবার দেখুন টেক্সট বক্সের নিচে একটা সার্চ অপশন আছে। এটাতে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে দেখাবে।
  • এবার কোন উপায়ে আপনার ফেসবুক উদ্ধার করতে চান সেটাকে বেছে নিন। এখানে দুটো উপায় দেখাবে আপনাকে। একটি হল ইমেলের মাধ্যমে। ফেসবুকে আপনার যে ইমেল আইডি দেওয়া আছে ওখানে একটি পাসওয়ার্ড রিসেট কোড পাঠানো হবে। বা SMS এর মাধ্যমে।
  • এখানে ফেসবুক আপনাকে আপনার ফোনে মেসেজের মাধ্যমে একটি রিসেট কোড পাঠাবে। যে নম্বরটি ফেসবুকে দেওয়া আছে সেই নম্বরেই এই কোড পাঠানো হবে।
  • এবার কন্টিনিউ বলে যে বাটন আছে সেটাকে ক্লিক করে দিন। এটা যেই আপনি ক্লিক করবেন অমনি আপনার ফোন বা ইমেলে কোড পাঠিয়ে দেওয়া হবে।
  • এবার কোডটা দিয়ে দিন। ছয় ডিজিটের একটা কোড পাঠানো হবে আপনাকে। এক মিনিটের মধ্যে কোডটা দিয়ে দিন। কোড না পেলে রিসেন্ড কোড অপশনে ক্লিক করুন। কোড পেলে তৎক্ষণাৎ সেটা দিয়ে দিন।
  • এবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
  • এরপর লগ মি আউট অফ দ্যা আদার ডিভাইস বক্সে ক্লিক করে দিন। এতে আপনার অ্যাকাউন্ট আর যেখানেই খোলা থাকে না কেন সেখান থেকে লগ আউট হয়ে যাবে।
  • এবার একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিন। এখানে  আপনাকে একটা টেক্সট বক্স দেখানো হবে সেখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিন। এবার কন্টিনিউ করুন। এর ফলে আপনার পুরনো পাসওয়ার্ড বদলে নতুন পাসওয়ার্ড হয়ে যাবে।

এবার যদি আপনার ডেস্কটপে পাসওয়ার্ড রিসেট করতে চান দেখুন কী করবেন।

  • ফেসবুকের সাইটে যান। এখানে আপনাকে লগইন পেজে নিয়ে যাওয়া হবে।
  • এবার দেখুন Forgotten Password বলে একটা অপশন দেখাবে আপনাকে। এখানে ক্লিক করলে আপনাকে ফাইন্ড ইয়োর অ্যাকাউন্ট পেজে নিয়ে যাওয়া হবে।
  • এবার এখানে আপনার ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে দিন। আপনি যে ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে ফেসবুকে লগইন করতেন সেটা দিয়ে দিন।
  • তারপরও সার্চ অপশনে ক্লিক করুন।
  • এবার আপনাকে অ্যাকাউন্ট রিসেট করার অপশন দেখাবে। আপনি এখানে ইমেইল, SMS বা Google অ্যাকাউন্টের সাহায্যে আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন রিসেট কোডের মাধ্যমে।
  • যেই আপনি একটি অপশন বেছে নেবেন অমনি আপনাকে ইমেল বা মেসেজের মাধ্যমে একটি কোড পাঠানো হবে। আর যদি Google অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে চান তাহলে একটি উইন্ডো খুলে যাবে।
  • এবার যেই আপনি ভেরিফিকেশন কোড পাবেন সে ইমেল হোক বা SMS এ। এটা 6 ডিজিটের কোড হবে একটা। আর Google অ্যাকাউন্ট হলে আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিন।
  • এবার যে কোড পেলেন সেটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। Google অ্যাকাউন্টের সাহায্যে অ্যাকাউন্ট ফিরে পেতে চাইলে এটা করতে হবে না।
  • এরপর নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিন। এখন থেকে এটাই আপনার ফেসবুকের নতুন পাসওয়ার্ড হবে।
  • এরপর কনিতিনিয় অপশনে ক্লিক করে দিন।
  • তারপর লগ আউট ফ্রম আদার ডিভাইস বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এর ফলে আর যেখানে যেখানে আপনার অ্যাকাউন্টটি খোলা আছে সেখান থেকে লগ আউট হয়ে যাবে।

আপনার অ্যাকাউন্ট যে হ্যাক করা হয়েছে সেটা রিপোর্ট করতে চান?

  • ফেসবুকের যে হ্যাকড অ্যাকাউন্ট পেজ আছে সেখানে যান অর্থাৎ এখানে- www.facebook.com/hacked/ ।
  • এরপর My account is compromised বলে একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • এবার আপনার ইমেল আইডি বা ফোন নম্বর দিয়ে দিন যেটা দিয়ে ফেসবুকে লগইন করেন।
  • এবার সার্চ অপশনে ক্লিক করুন। এটা করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দেখানো হবে।
  • এবার পাসওয়ার্ড দিন যেটা আপনি সর্বশেষ দিয়েছিলেন।
  • এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন।
  • এবার আপনাকে কিছু রিজন দেখানো হবে সেখান থেকে একটা ভ্যালিড কারণ বেছে নিন। যেমন আমি আমার অ্যাকাউন্টে এমন পোস্ট বা মেসেজ দেখেছি যেটা আমি করিনি। বা কেউ আমার অ্যাকাউন্টে লগইন করেছে আমার অনুমতি ছাড়া। কিংবা আমি আমার অপশনটি এখানে দেখতে পাচ্ছি না।
  • এবার যেই আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর একবার হ্যাকড অ্যাকাউন্ট রিকভারি পেজে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনি কোনও ভ্যালিড কারণ না দেখাতে পারেন আপনাকে ফেসবুক হেল্প পেজে নিয়ে যাওয়া হবে।
  • এবার গেট স্টার্টেড বলে যে অপশন আছে সেটাকে ক্লিক করুন। এতে আপনার প্রোফাইলে রিসেন্টলি যে পরিবর্তন আনা হয়েছে সেগুলো ধরা পড়বে।
  • এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন যা পেজের নিচের ডানদিকে আছে।
  • এবার একটা নতুন পাসওয়ার্ড দিন।
  • এরপর নেক্সট অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার নাম দেখানো হবে একটা বক্সে সেখানে টিক করে নেক্সট অপশনে ক্লিক করুন। এটা করলে আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে। না দেখালে স্টেপটা স্কিপ করে যান।
  • এবার আপনার প্রোফাইলে যদি এমন কোনও পরিবর্তন আনা হয়ে থাকে যা আপনি করেননি সেগুলোকে বদলে ফেলুন। বা ডিলিট করে দিন। যদি আপনি যেই পোস্টগুলো করেছেন সেগুলোই দেখানো হয় তাহলে স্কিপ করে বেরিয়ে যান।
Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :