বর্তমানে Passport Size Photo সমস্ত জায়গায় ব্যবহৃত করা হয়। রেশন কার্ড হোক বা ভোটার আইডি কার্ড, ছাত্রদের ফর্ম পূরণ করতে হবে বা কোনও চাকরির জন্য আবেদন করতে হবে। এই ছবি সবসময় প্রয়োজন হবে। তবে কেন না কম খরচে নিজেই তৈরি করে নেওয়া যাক পাসপোর্ট সাইজ এর ছবি। চলুন জেনে নিই বাড়িতে বসে স্মার্টফোনে Passport Size Photo তৈরি করবেন কীভাবে?
স্মার্টফোনেই আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পাসপোর্ট ছবি। বলে দি যে Android Smartphone-এ ছবি এডিট করার বেশ কিছু অ্যাপ প্রি-ইনস্টাল করা থাকে, যেগুলি ব্য়াবহার করে আপনি সহজেই পাসপোর্ট সাইট ছবি তৈরি করতে পারবেন। তবে কীভাবে করবেন সেটা। আসুন জেনে নেওয়া যাক…
আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
১- সবার প্রথমে প্লে স্টোর থেকে পাসপোর্ট সাইজ ফটো মেকর (Passport Size Photo Maker) অ্যাপ ডাউনলোড করুন।
২- এবার এখানে দুটি অপশন দেখা যাবে, সেখানে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা যাবে এবং অ্যাপের মাধ্যমে ক্যামেরা থেকে নতুন ছবিও ক্লিক করা যেতে পারে।
৩- এখাবে ছবি সিলেক্ট করার পর তা অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য নিচে অটো অ্যাডজাস্ট অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনার ছবি নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে।
৪- ছবি অ্যাডজাস্ট হওয়ার পর, উপরে Done অপশন দেখা যাবে, সেটাতে ক্লিক করতে হবে।
৫- আপনি যদি ছবির সাইজ না জেনে থাকেন, তবে অ্য়াপে দেশের নাম সিলেক্ট করতে হবে এবং নিচে প্রদত্ত তালিকায় ভারতীয় পাসপোর্টে ক্লিক করতে হবে।
৬- এছাড়া ছবি সেট করতে হলে উপরে Crop অপশনে ক্লিক করতে হবে।
৭- এবার এখানে পাসপোর্ট সাইজ ফটো পাওয়া যাবে।
৮- এবার উপরে প্রদত্ত save অপশনে ক্লিক করতে হবে। সেটা PNG ফাইলে সেভ করতে হবে।
৯- এবার আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি। আপনি এই পাসপোর্ট সাইজ ছবি যেকোনও কাজের জন্য় সিলেক্ট করা যাবে।
আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন