WhatsApp বর্তমানে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। অফিসের কোনও বিষয়ে যোগাযোগ করা হোক, কিংবা বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই Instant Messaging App টি। তবে সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। WhatsApp এ আমরা এমন অনেক মেসেজ পাই যা অবাঞ্ছিত। মূলত বিশেষ কোনও নম্বর থেকে এক টানা অকারণ মেসেজ এলে আমরা বিরক্ত হয়ে যাই। তখন? তখন কি কেবল ব্লক করলেই সমস্যা মেটে? না অন্য উপায় আছে?
ব্লক করলে তো সমস্যা মিটে গেল। কিন্তু আপনি চাইলে ব্লক না করেও কাউকে এড়িয়ে চলতে বা তার থেকে নোটিফিকেশন না পেতে পারেন, এটার জন্য আছে Archive Chats। যদিও এর আগে কোনও চ্যাট আর্কাইভ করা হলেও সে মেসেজ পাঠালে বা কল করলে সেটার নোটিফিকেশন আসত। কিন্তু এখন আর তেমনটা মোটেই হয় না। লেটেস্ট আপডেটের পর হোয়াটসঅ্যাপ সমস্ত আর্কাইভ চ্যাট থেকে আসা নোটিফিকেশন 'Hide' করে দিয়েছে। ফলে এই সদ্য যুক্ত হওয়া ফিচারটি যে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের এটা যে অন্যতম জরুরি এবং গুরুত্বপূর্ণ ফিচার সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এবার আর এই চ্যাট থেকে আপনার কাছে কোনও নোটিফিকেশন আসবে না। আপনি চাইলে সেই চ্যাট থেকে কী মেসেজ করা হয়েছে দেখতে করবেন। তার জন্য আপনাকে আর্কাইভ সেকশনে গিয়ে এই চ্যাট খুলতে হবে। যদি দেখেন যে আর্কাইভ করেও হচ্ছে না, সেই ব্যক্তি অতিরিক্ত সমস্যা তৈরি করছে তখন ব্লক করার অপশন তো রইলই।
এটার জন্য সবার আগে হোয়াটসঅ্যাপ খুলুন, তারপর যে কনট্যাক্টকে ব্লক করতে চান সেটাকে ক্লিক করুন। চ্যাট খুলে গেলে সেই ব্যক্তির নামের উপর ক্লিক করুন। এবার দেখুন ব্লক অপশন পেয়ে যাবেন। সেখানে ব্লক অপশন ক্লিক করলেই হয়ে যাবে।
এটার জন্য হোয়াটসঅ্যাপে গিয়ে যে চ্যাটকে মিউট করতে চান সেটাকে ক্লিক করুন কিছুক্ষণ। এবার দেখুন মিউট অপশন পেয়ে যাবেন। সেখানে অপশন পাবেন যে কতক্ষণের জন্য মিউট করতে চান। আপনার পছন্দ অনুযায়ী সময় বেছে নিন।
মনে রাখবেন হোয়াটসঅ্যাপের সমস্ত সেটিংস কিন্তু বদল করা যায়। অর্থাৎ কাউকে ব্লক করলে যেমন আনব্লক করা যায়, তেমনই আর্কাইভ করলেও আনআর্কাইভ করা যায়। মিউট অফ করে দেওয়া যায়।