টেক জয়েন্ট Meta ভারতে 7 জুন থেকে তার ভেরিফিকেশন সার্ভিসের ঘোষনা করেছে। এই সার্ভিসের মাধ্যমে ইউজাররা তাদের Facebook এবং Instagram অ্যাকাউন্টের জন্য ভেরিফিকেশন ব্যাজ নিতে পারবেন। তবে এটা পেড সার্ভিস, যা ইউজারদের ব্লু টিক (Blue Tick) সহ একাধিক সুবিধা অফার করবে।
মনে করিয়ে দি য়ে Facebook এবং Instagram এর আগে Twitter-এ পেইড ব্লু টিক সার্ভিস শুরু করা হয়েছিল।
ভারতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের ব্লু টিক কিনতে প্রতিমাসে 699 টাকা খরচ করতে হবে। এই সুবিধা iOS এবং Android দুটি গ্রাহকরাই পেতে পারেন। তবে ওয়েব ইউজারদের এর জন্য় 599 টাকা খরচ করতে হবে। ব্লু টিক কিনতে ইউজারদের আইডি কার্ড দিতে হবে।
আরও পড়ুন: iPhone 14 Pro ফোনে মিলছে অবিশ্বাস্য ছাড়, এক্সচেঞ্জ অফারে জলের দরে কেনা যাবে এই ফোন
Meta ব্লু টিক নেওয়া ইউজারদের বিশেষ সুবিধাও দিতে চলেছে, যার মধ্য় রয়েছে স্পেশাল কাস্টামার সার্ভিস। বর্তমানে ইউজারদের ইংরেজিতে কাস্টামার সার্ভিস দেওয়া হবে, তবে শীঘ্রই হিন্দি ভাষায় ইউজারদের এই সুবিধা দেওয়া হবে।
সবার প্রথমে Android বা iOS ডিভাইসে, Instagram বা Facebook অ্যাপ খুলতে হবে।
এবার আপনি যেই প্রোফাইলটি ক্লিক করুন, যেটা ভেরিফাইড করতে চান।
প্রোফাইলে গিয়ে সেটিং অপশনে যেতে হবে।
এখানে আপনাকে Meta Verified অপশনে যেতে হবে। যদি সেটিংসে আপনি এই অপশনটি না দেখতে পারেন, তবে আপনাকে অ্যাপটি আপডেট করতে হবে।
এবার পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে।
এখানে আপনাকে নিজের যেকোনো সরকারী আইডি প্রুফ দিতে হবে। এবার সেখানে দেওয়া স্টেপগুলি ফলো করতে হবে।
প্রোফাইল ভেরিফাইড হওয়ার পরে ইউজাররা তাদের অ্যাকাউন্টে একটি ভেরিফাইড ব্যাজ দেখতে পাবেন।
আরও পড়ুন: ভারতে হুড়মুড়িয়ে দাম কমল Samsung Galaxy S22-এর! এখন কত টাকায় কেনা যাবে এই ফোন?