Meta অধীনস্থ সংস্থা Instagram -এ রিল একটি অত্যন্ত জনপ্রিয় ফিচার। এটার সাহায্য ব্যবহারকারীরা যেমন রিল বানাতে পারেন, তেমনই দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন। এই ভিডিওগুলো যেমন তথ্য বহুল হয়, তেমনই বিনোদনমূলক হতে পারে।
একই সঙ্গে এই রিলগুলো Meta -এর অন্যান্য অ্যাপ যেমন Facebook, WhatsApp -এ শেয়ার করা যায়। একই সঙ্গে ইনস্টাগ্রামে তো শেয়ার করা যায়। তবে এই ভিডিওগুলো সোজাসুজি এই অ্যাপে ডাউনলোড করা যায় না।
যদিও অনেক সময়ই ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপের সাহায্য এই রিল ডাউনলোড করে থাকেন। যদিও এই থার্ড পার্টি অ্যাপগুলোকে মোটেই বিশ্বাস করা যায় না। অনেক সময় আপনার ফোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায় এটার জন্য।
কিন্তু আপনি যদি নিরাপদে Instagram Reels ডাউনলোড করতে চান তাহলে কী করণীয়? এই বিষয়ে জানাই কিছু সহজ ট্রিক ফলো করলেই আপনি Instagram থেকে সোজাসুজি রিল ডাউনলোড করতে পারবেন। তাও কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।
দেখুন কীভাবে আপনি Instagram Reels ডাউনলোড করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন বা iPhone -এ।
ইনস্টাগ্রামে যান। তারপর রিল অপশনে যান। এবং রিল বাছুন যা আপনি সেভ করতে চান।
এবার দেখুন শেয়ার অপশন আছে আপনার ফোনের স্ক্রিনের বাঁদিকে। সেখানে ক্লিক করুন।
এবার শেয়ার অপশন খুলবে।
একদম নিচে নামুন এবং দেখুন একটা অপশন আছে add story বলে।
এবার রিলটাকে আপনার স্টোরির লেআউটের সঙ্গে অ্যাডজাস্ট করুন।
আরও পড়ুন: Twitter-এর পথেই হাঁটল Meta, ভারতে এবার Facebook-Instagram-এ ব্লু টিক পেতে খরচ করতে হবে টাকা!
তারপরও উপরে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করুন। এটা উপরের ডানদিকে আছে। সেখানে ক্লিক করুন।
এবার দেখুন ওখানে সেভ অপশন আছে। এবার সেটা সিলেক্ট করুন।
এবার রিল আপনার ফোনে সাউন্ড সহ সেভ হয়ে যাবে।
এবার এই সেভ রিল দেখার জন্য আপনার ফোনের গ্যালারিতে যান।
এছাড়া সেভ না করেও আপনি আপনার পছন্দের রিলকে বুকমার্ক করে রাখতে পারেন।
ইনস্টাগ্রামে যান।
তারপর রিল অপশনে যান। এবং রিল বাছুন যা আপনি সেভ করতে চান।
এবার তিনটি ডট অপশনে ক্লিক করুন। এবার একটা মেনু আসবে।
এবার এখান থেকে সেভ অপশন বেছে নিন।
এবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফিরে যান।
এবার হ্যামবার্গার মেনু অপশনে যান। অর্থাৎ তিনটি হরাইজন্টাল লাইন অপশনে ক্লিক করুন।
এবার এখানে সেভ অপশনে যাবে।
সেভ রিল ভিডিও খুঁজে সেই পেজে যান এবং সেটা দেখুন।
তবে এটার জন্য কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ ইন্টারনেট থাকতে হবে।