ফেসবুক ভিডিও কী করে ডাউনলোড করবেন?

ফেসবুক ভিডিও কী করে ডাউনলোড করবেন?

আর এর আগে বিগত বেশ কিছু সময় ধরে ফেসবুক দারুন সাফল্য লাভ করে চলেছে। আমরা যদি 2018 থেকে এই বিষয়ে বলা শুরু করি তবে এখনও পর্যন্ত এটি 14 গুন পর্যন্ত বারানো হবে। আর এর মানে এই যে ফেসবুকে সবাই এই সময়ে বেশি পরিমানে ভিডিও দেখা পছন্দ করে। আর এখানে অনেক সময়ে অনেক দারুন হাই কোয়ালিটি ভিডিও দেখা যায়। হয়ত এরকম কন্টেন্ট আপনারা আর দেখতে পারবেন না।

আর এবার আপনাদের বলে রাখি যে আপনারা হয়ত এই ভিডিও গুলি দেখতে খুব ভালবাসেন আর এবার আমরা আপনাদের একটি সহজ উপায় বলব যা থেকে আপনারা সহযে ফেসবুকের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। আসুন তবে আর দেরি না করে আমরা দেখি যে কি করে আপনারা এরকম করতে পারবেন।

ফেসবুকের লাইভ ভিডিও কি করে ডাউনলোড করবেন

  • এমনিতে ফেসবুকে লাইভ ভিডিও সেভ আর ডাউনলোড করার সমস্যা ফেসবুক 2016 সালে বন্ধ করে দিয়েছে। তবে এর পরেও আপনারা যদি কোন পছন্দের ভিডিও চান তবে আপনারা দেখতে পারবেন যে এটি কি করে ডাউনলোড করা যাবে। আর এর জন্য আপনাদের কি করতে হবে আসুন দেখা যাক।
  • এর জন্য আপনাদের ফেসবুকে ওয়াচে যেতে হবে আর সেখানে ভিডিও স্টোরেজ করতে হবে। আর এর পরে আপনারা ডাউনলোড করতে চাইলে এর পরে আপনারা থ্রি ডট সেটিংস আইকনে ক্লিক করতে হবে আর এর পরে কপিতে লিঙ্ক করুন।
  • আর এর পরে আপনারা http://fbdown.net য়ে গিয়ে এই URL পোস্ট করুন, আর এর পরে ডাউনলোড বটনে ক্লিক করুন আর আপনাই এই ভিডিও ডাউনলোড করতে পারবেন।
  • আর এখানে আপনাদের কোন ভিডিও ডাউনলোডের অপশান না দেখালে আপনারা ভিডিও নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।
  • আর এছারা আপনারা কোন ভিডিও HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।
  • আর এই ভিডিও ডাউনলোড করার পরে আপনার ব্রাউজিংয়ে দেখা যাবে, আর এতে রাইট সাইটে ক্লিক করে আপনারা এটি সেভ অ্যাস করতে পারবেন, আর এর পরে এই ভিডিও আপনার সিস্টেমে এসে যাবে।

অ্যান্ড্রয়েডে কি করে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন

  • এর জন্য আপনাদের ফেসবুক অ্যাপে যেতে হবে।
  • আর এর পরে আপনাদের এই ভিডিও বাছতে হবে যা আপনারা ডাউনলোড করতে চান, আর এর পরে থ্রি ডট সেটিংস আইকনে ক্লিক করতে হবে।
  • আর এর পরে কপি করুন।
  • আর এর পরে নিজের অ্যান্ড্রয়েড ফোনে http://catch.tube/ য়ে যেতে হবে।
  • আর এখানে আপনাদের কপি করা লিঙ্ক পেস্ট করতে হবে আর যা রেড Catch Video বটনে ক্লিক করতে হবে।
  • আর এর পরে স্ক্রোল ডাউন করে রেড শো মিডিয়া লিস্টে যেতে হবে, আর এর পরে ক্লিক করে আপনাদের যেতে হবে।
  • আর এর পরে আপনাদের ভিডিও ভার্সান বাছতে হবে আর এর পরে আপনারা তা ডাউনলোড করতে পারবেন।
  • আর এর পরে ভিডিওতে দরকার হলে ডাউনলোড করা যাবে।  
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo