WhatsApp Storage: হোয়াটসঅ্যাপ স্টোরেজ ফুল হয় গিয়েছে? একটি ক্লিকে খালি হয় যাবে, কীভাবে জানুন

Updated on 14-Feb-2023
HIGHLIGHTS

WhatsApp এর ছবি, ভিডিও ক্লাউড সার্ভারে সেভ করে রাখতে পারেন

হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করে, সেভ করবেন কোথায়?

আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? তাহলে দেখুন Google Drive এ কীভাবে তথ্য সেভ করে রাখবেন

WhatsApp হল একটি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ যার মাধ্যমে ইউজাররা অডিও, ভিডিও কলের পাশাপাশি মেসেজ এর মাধ্যমে সারা বিশ্বের যে কারো সাথে যোগাযোগ রাখতে পারে। কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপে গুড মর্নিং এবং গুড নাইট মেসেজ, মিম আসার কারণে অ্যাপের স্টোরেজ ফুল হয়ে যায়।

অনেক সময় Wi-Fi বা আপনার সেটিং হিসাবে নেটওয়ার্কে থাকার কারণ WhatsApp স্টোরেজ ফুল হয় যায় এবং ডিভাইসের স্টোরেজ শেষ হয় যায়। ডিভাইস স্টোরেজ কম হওয়ার কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপও স্লো কাজ করে এবং স্টোরেজ খালি করতে বলে।

এই সমস্যার সমাধান কিন্তু সহজেই করা সম্ভব। এখন WhatsApp এর ছবি, ভিডিও ক্লাউড সার্ভারে সেভ করে রাখতে পারেন। যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো থাকেন তাঁরা তাঁদের WhatsApp -এর মিডিয়া ফাইল Google Drive এবং যাঁরা iPhone ব্যবহার করেন তাঁরা তাঁদের WhatsApp -এর এই তথ্যগুলো iCloud এ তুলে রাখতে পারেন ব্যাকআপ হিসেবে। কিন্তু কীভাবে সেটা করতে হয় জানেন না? দেখুন নিন পদ্ধতি।

আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? তাহলে দেখুন Google Drive এ কীভাবে তথ্য সেভ করে রাখবেন

  • সবার আগে WhatsApp খুলুন।
  • এবার হোয়াটসঅ্যাপ খোলার পর উপরে ডান দিকে যে তিনটি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ।এবার সেখানে সেটিংস অপশন দেখতে পাবেন। সেটাকে ক্লিক করুন।
  • সেটিংসে গিয়ে চ্যাট অপশন সিলেক্ট করুন। তারপর সেখান থেকে চ্যাট ব্যাকআপ অপশন সিলেক্ট করুন।
  • এবার আপনি আপনার যে Google অ্যাকাউন্টে এই তথ্য ব্যাকআপ নিতে চান সেটাকে ক্লিক করুন। এবার দেখুন ওখানে একটা অপশন পাবেন যার সাহায্যে আপনি এই অ্যাপের সব ভিডিও, ছবি সব ব্যাকআপ রাখতে পারবেন। এটার জন্য Include Videos অপশন অন করে রাখুন।
  • সব করে নেওয়ার পর ব্যাকআপ অপশন ক্লিক করে দিন। তাহলে হয়ে যাবে।
  • এছাড়া কেউ যদি চান যে তিনি অটোমেটিক ব্যাকআপ অপশন রাখবেন তাহলে সেটাও অন করে রাখতে পারবেন। এটা করে রাখলে একটা সময় পর পর হোয়াটসঅ্যাপ চ্যাট নিজে থেকে ব্যাকআপ নিয়ে নেবে।

এবার যাঁরা iPhone ব্যবহার করবেন তাঁরা কী করবেন দেখুন।

  • আপনি আইফোন ব্যবহার করে থাকলে WhatsApp খুলুন।
  • সেখানে আপনার স্ক্রিনের নিচের ডান দিকে সেটিংস অপশন ক্লিক করুন।
  • এবার সেখানে গিয়ে চ্যাট অপশন সিলেক্ট করে চ্যাট ব্যাকআপ অপশন ক্লিক করুন।
  • এবার ছবির সঙ্গে যাতে ভিডিও ব্যাকআপ হয় তার জন্য include video অপশনকে অন করে দিন। এবার ব্যাকআপ নাও যে অপশন আছে সেটাকে ক্লিক করুন। তাহলেই ব্যাকআপ পদ্ধতি শুরু হয়ে যাবে।
  • আপনিও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মতো অটোমেটিক পদ্ধতি চ্যাট ব্যাকআপ করতে পারবেন iCloud- এ। এটা অন করলে নিজে থেকে নির্দিষ্ট সময় পর পর WhatsApp চ্যাট iCloud এ ব্যাকআপ হবে। আপনি যদি সব পুরনো তথ্য পেতে চান তাহলে চ্যাট ব্যাকআপ বলে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করে Restore অপশন ক্লিক করুন। এতেই আপনি আপনার WhatsApp -এর সব পুরনো মিডিয়া ফাইল পেয়ে যাবেন।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :