দীপাবলিতে কাছের মানুষকে WhatsApp Sticker-এর মাধ্যমে শুভেচ্ছা পাঠাবেন কীভাবে, জানুন

Updated on 03-Nov-2021
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপ স্টিকারের মাধ্যমে করা যেতে পারে দীপাবলির উইশ

দরকার কেবল ভালো ইন্টারনেট কানেকশন এবং গুগল অ্যাকাউন্টের

হোয়াটসঅ্যাপের বিল্ট-ইন GIF সার্চ ফিচারের সাহায্যে খুঁজে বের করা যেতে পারে পছন্দের GIF

দীপাবলি (Diwali 2021) শুরু হতে আর কেবল ঘন্টার অপেক্ষা। আজ রাত থেকেই আমরা সবাই মেতে উঠবো আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধবদের দীপাবলির শুভেচ্ছা জানাতে। আজকাল আমরা বেশিরভাগই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বিভিন্ন গ্রুপে ও চ্যাটবক্সে শুভেচ্ছা জানিয়ে থাকি। নিশ্চই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন থেকে উইশ করার জন্য স্টিকার, ইমোজি এবং GIF খোঁজ করতে শুরু করে দিয়েছেন। কিন্তু বুঝতে পারছেন না কোথায় পাবেন তাক লাগিয়ে দেবার মতন স্টিকার, GIF। তাদের জন্যই রয়েছে সমাধান।

দীপাবলি উইশ করতে স্টিকার এবং ইমোজি, GIF ভালো অপশন হলেও হোয়াটসঅ্যাপে রয়েছে বিল্ট-ইন GIF সার্চ ফিচার। যার সাহায্যে সার্চ করেই আপনি পছন্দের GIF খুঁজে পেতে পারবেন।
তবে স্পেশ্যাল ইভেন্টের জন্য বিশেষ স্টিকার খুঁজে বের করাটা কিন্তু কিছুটা হলেও কঠিন কাজ। আপনি যদি ভেবে থাকেন যে কিভাবে দারুণ দারুণ স্টিকার, GIF এবং ইমোজি শেয়ার করে সকলকে এক্কেবারে তাক লাগিয়ে দেবেন, তবে আমরা আজ এসেছি সেই খোঁজ নিয়ে।

এক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি থার্ড পার্টি সোর্স থেকে স্টিকার ডাউনলোড করার অ্যাক্সেস দিলেও, ios ডিভাইসগুলিতে এই ফিচার নেই। সেইজন্য আইফোন ইউজারেরা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে স্টিকার ডাউনলোড করে রাখতে পারেন। কিংবা এমন কোনো বন্ধু যিনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাকে স্টিকার সেন্ড করতে বলে, হোয়াটসঅ্যাপে পাঠানো স্টিকারগুলিকে সেভ করে রাখতে পারেন।

তবে দিওয়ালি স্টিকার ডাউনলোড করার জন্য সবার আগে থাকা দরকার তিনটি জিনিস-

  • ভালো ইন্টারনেট কানেকশন
  • অ্যাক্টিভ Whatsapp অ্যাকাউন্ট
  • অ্যাক্টিভ Google অ্যাকাউন্ট

কীভাবে দীপাবলির জন্য হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করবেন

  • সবার আগে Google প্লে – স্টোরে গিয়ে সার্চ অপশনে “Diwali Whatsapp Stickers” লিখে সার্চ করতে হবে।
  • সেখান থেকে পছন্দের মতন যে কোনো একটি অ্যাপকে ডাউনলোড করতে হবে।
  • ডাউনলোড হয়ে যাবার পরে ওপেন বাটানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হবে।
  • এরপর হোয়াটসঅ্যাপ চালু করে কোনো একটি চ্যাট উইন্ডো ওপেন করতে হবে।
  • বাঁ দিকের কোণাতে স্মাইলি আইকনে ট্যাপ করলে কি কি স্টিকার প্যাক রয়েছে তার লিস্ট দেখা যাবে।
  • আপনি যে স্টিকারগুলি ডাউনলোড করেছেন, লিস্টে সেই স্টিকারগুলো আছে কিনা তা দেখে নিন।
  • সেখান থেকে পছন্দের স্টিকারে ক্লিক করে সেন্ড করলেই “Diwali Sticker “ উইশ হিসেবে পৌছে যাবে।
Connect On :