Instagram-এর এই 5 গোপন ট্রিকস জানেন কী
By
Digit Bangla |
Updated on 25-Oct-2021
HIGHLIGHTS
কীভাবে কোনো অ্যাপ ছাড়াই Reels Video ডাউনলোড করবেন
Instagram-এর বিশেষ ট্রিকস রয়েছে যেগুলি জানলে আপনি হয়ে উঠতে পারবেন অন্যদের থেকে একটু হলেও আলাদা
Instagram-এর ভিউস ও লাইককে হাইড করবন কীভাবে, জেনে নিন
আজকের জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে অন্যতম হল Instagram। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই এই অ্যাপের ইউজার। তবে ইন্সটাগ্রাম ব্যবহারের বেশ কিছু বিশেষ ট্রিকস রয়েছে যেগুলি জানলে আপনি হয়ে উঠতে পারবেন অন্যদের থেকে একটু হলেও আলাদা। আসুন জেনে নেওয়া যাক সেইসমস্ত স্মার্ট ট্রিকসগুলির ব্যাপারে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইন্সটাগ্রাম ব্যবহারের 5 স্পেশ্যাল ট্রিকস-
কীভাবে কোনো অ্যাপ ছাড়াই Reels Video ডাউনলোড করবেন-
- কোনোরকম থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই ইন্সটাগ্রাম থেকে সরাসরি রিলস ভিডিও ডাউনলোড করতে হলে-
- প্রথমে রিলস ভিডিওতে যে শেয়ার অপশনটি থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর ‘Add reel to your story’ অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর যখন ভিডিওটির পপ আপ স্টোরিতে দেখা যাবে, তখন ওপরের অংশে একটি ডাউনলোড বাটন থাকবে।
- সেই বাটনে ক্লিক করলেই ভিডিও সরাসরি মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।
- তবে এক্ষেত্রে কেবল মূল ভিডিওর প্রথম 15সেকেন্ড অংশই ডাউনলোড হবে।
কীভাবে ভিউস ও লাইককে হাইড করবো-
সম্প্রতি ইন্সটাগ্রাম ভিউস এবং লাইককে হাইড করার জন্য নতুন ফিচার এনেছে। এই ফিচারে ইউজাররা নিজেদের ফটো ও ভিডিওতে কতগুলো লাইক এসেছে তা দেখতে পাবেন না। নতুন অ্যাড করা প্রতিটি ভিডিও এবং ফটোর জন্য এই ফিচারটিকে ইউজার প্রতিবার ব্যবহার করতে পারেন। এই ফিচার ব্যবহার করতে হলে–
- প্রথমে আপলোড করা কোনো ভিডিও বা ফটোর ওপরের ডানদিকে যে থ্রি –ডট অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে ‘turn off like & view count’ বলে একটি অপশন থাকবে,সেখানে ক্লিক করতে হবে।
- এই অপশনে ক্লিক করলেই হাইড ভিউস ও লাইক ফিচারটি অ্যাকটিভ হয়ে যাবে।
‘Seen’ ট্যাগ ছাড়া ইন্সটাগ্রামের DM চেক করতে হলে-
- প্রথমে আপনাকে ইন্সটাগ্রাম অ্যাপটি ওপেন করে ‘Messages’ অপশনটি খুলতে হবে।
- এরপর কোনো মেসেজ ওপেন না করেই মেসেজেস অপশনের সার্চ বারে ক্লিক করতে হবে।
- সেখানে আপনি যে নির্দিষ্ট ব্যাক্তির মেসেজ দেখতে চাইছেন তার ইউজার নেম টাইপ করতে হবে।
- এরপর সেখান থেকে নির্দিষ্ট ব্যাক্তির প্রোফাইল খুলে ‘Options’-এ ক্লিক করতে হবে।
- সেখান থেকে ‘Restrict the profile’ অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরফলে ইন্সটাগ্রামের নতুন ‘Restricted messages’ সেকশনে গিয়ে সেই প্রোফাইল জমা হবে।
- এরপর আপনি ঐ নির্দিষ্ট ব্যাক্তি কি মেসেজ পাঠিয়েছে তা দেখতে পারেন। নতুন মেসেজ এলেও কোনরকম ‘Seen’ ট্যাগ ছাড়াই আপনি মেসেজ ভিউ করতে পারবেন।
- আপনি যদি মেসেজগুলির রিপ্লাই দিতে চান, তবে কেবল আপনাকে প্রোফাইলটিকে ‘Unrestricted’ করতে হবে।
‘Seen’ ট্যাগ ছাড়া কিভাবে ‘Instagram stories’ চেক করবেন-
- ‘Seen’ ট্যাগ ছাড়া ইন্সটাগ্রাম স্টোরি চেক করতে হলে,
- আপনাকে instadp.com ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সেখানে ইউজার নেম টাইপ করতে হবে।
- তাহলে আপনি সেই নির্দিষ্ট ব্যাক্তির সমস্ত পোস্ট এবং স্টোরি দেখতে পারবেন, সিন ট্যাগ ছাড়াই।
- আপনি চাইলে সেই সমস্ত পোস্ট এবং স্টোরিগুলি ডাউনলোড করতে পারবেন।
কীভাবে ‘Instagram’ অ্যাকাউন্ট ডিলিট করবেন-
- নিজের ‘Instagram’ অ্যাকাউন্ট ডিলিট করতে হলে,
- প্রথমে instagram.com সাইট কম্পিউটারে ওপেন করতে হবে।
- এরপর প্রোফাইল পিকচারের ওপরের ডানদিকে ‘Profile’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে ‘ Edit Profile’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নীচের দিকে স্ক্রল ডাউন করে শেষের ডানদিকে ‘Temporarily disable my account’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপর কি কারণে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন, তার একটি চার্ট আসবে।
- সেখানে একটি অপশন সিলেক্ট করতে হবে।
- এরপর ইন্সটাগ্রাম পাসওয়ার্ডকে আবার এন্টার করতে বলা হবে।
- পাসওয়ার্ড রি-এন্টার করার পর একাউন্ট কিছুদিনের জন্য ডিলিট হয়ে যাবে।