WhatsApp -এর মতো Instagram -এও নিত্য নতুন ফিচার এনে তাক লাগাচ্ছে Meta। এই অ্যাপটিকে আপডেট করতে আপ্রাণ চেষ্টা করছে এই সংস্থা। আর হবে নাই বা কেন, দিন দিন এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে যে।
ক্রিয়েটর থেকে ব্যবহারকারীরা চাইছেন নতুন নতুন ফিচার। দাবি মেটাতে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এল এই অ্যাপ। এই ফিচারের সাহায্যে এখন ইনস্টাগ্রাম ব্যবহার করা আরও সহজ এবং আকর্ষণীয় হয়ে উঠেছে।
এই নতুন ফিচারের মধ্যে যুক্ত হয়েছে লিংক অ্যাড করার সুবিধা। আপনি চাইলে এখন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে একটার বেশি লিংক যোগ করতে পারবেন।
Mark Zuckerberg -এর এই অ্যাপটিতে একটি নতুন ফিচার আনা হল। বহুদিন ধরেই ব্যবহারকারীরা এই ফিচারের অনুরোধ করেছিলেন অবশেষে সেটা পূরণ করা হল।
এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে একসঙ্গে 5টা লিংক যোগ করতে পারবেন। এর সাহায্যে ক্রিয়েটর থেকে ব্যবহারকারীরা তাঁদের ফলোয়ারদের সঙ্গে যে দেখাতে চান সে পোস্ট হোক কোনও বা ওয়েবসাইট বা কোনও কিছু সেখানে নিয়ে যেতে পারবেন। এর মধ্যে ফেসবুক প্রোফাইলের লিংক থেকে, LinkedIn প্রোফাইলের লিংক, ইউটিউব চ্যানেল, কোনও সংস্থার ওয়েবসাইট, ইত্যাদি যোগ করা যেতে পারে।
Meta -এর তরফে জানানো হয়েছে লিংক করা সহজ করার জন্য যে অ্যাপগুলো আছে অর্থাৎ LinkTree, Beacons, ইত্যাদিকে এই অ্যাপ ব্লক করবে না। Meta নিজেই Linktree -এর লিংক ব্যবহার করে থাকে। ফলে এই অ্যাপগুলোকেও কোনও থ্রেটের মধ্যে পড়তে হবে না বলেই জানানো হয়েছে।
আপনার প্রোফাইলে একাধিক লিংক অ্যাড করতে চাইলে দেখুন কী করণীয়:
1. সবার আগে ইনস্টাগ্রাম অ্যাপে যান। এবার আপনার প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করুন।
2. এখানে দেখুন লিংক বলে একটা অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন।
3. এবার দেখুন এখানে একটা ড্রপ ডাউন মেনু পাবেন। সেখানে অ্যাড এক্সটার্নাল লিংক অপশন আছে। সেখানে ক্লিক করুন।
4. এবার আপনার পছন্দসই কোনও লিংক কপি করে এখানে পোস্ট করে দিন।
এই স্টেপ ফলো করলেই আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে একাধিক লিংক যোগ করতে পারবেন। এই অ্যাপের বাইরে থেকেও লিংক অ্যাড করা যাবে। তবে হ্যাঁ, যা খুশি অবশ্যই অ্যাড করা যাবে না। Meta -এর গাইডলাইন মেনে এবং অবশ্য যা টার্মস অ্যান্ড সার্ভিস মানছে এমন লিংক এখানে অ্যাড করতে হবে।
তবে এই বিষয়ে উল্লেখযোগ্য আপনি যখন এই লিংক ক্লিক করবেন তখন সেটা আপনার ডিফল্ট ব্রাউজারে খুলবে না, বরং ইনস্টাগ্রামের মধ্যেই খুলবে। আপনি যদি ব্রাউজারে গিয়ে সেটা দেখতে চান তাহলে পাশে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে, সেখানে গিয়ে আবার ওপেন ইন সিস্টেম ব্রাউজার অপশনে ক্লিক করতে হবে।