Digit Zero 1 Awards 2019: বেস্ট 4K HDR TV 2019
এখানে ডিজিট জিরো ওয়ান অ্যাওয়ার্ড 2019 য়ের সেরা 4K LED টিভির বিজয়ীর বিষয়ে বলা হয়েছে
2019 সালের টিভি তে আপনারা অনেক ডিসেন্ট প্রযুক্তি দেখেছি, আমরা এতে প্যানেল টেকনলজিও দেখেছি। HDMI 2.1 ফ্ল্যাগশিপ টিভিতে eARC আর 120fps থেকে 60fps য়ে 4K দিয়েছে। আর সব টিভিতে HDMI 2.1 ফিচার নেই, আর তাই কেনার আগে এই ফিচার আছে কিনা তা দেখে নিন। এখনও OLED TVর ভারতের ফ্ল্যাগশিপ মার্কেটে সোনি বা LG র মতন কোম্পানি গুলিই প্রধান, 2019 সালে OLED দিচ্ছে। আর এর সঙ্গে 2019 সালে নতুন OLED স্পেক্স নিয়ে এসেছে Metz তাদের 55 ইঞ্চির OLED TV দিয়ে যার দাম 1,00,000 টাকা। আর এই টিভিতে আছে লেটেস্ট গুগল অ্যাসিস্টেন্স আর অ্যালেক্সার সাপোর্ট। আর সঙ্গে আছে AI ইন্টিগ্রেশান ইম্প্রুভ পিকচার কোয়ালিটি।
আর সাউন্ডের ক্ষেত্রে আমরা OnePlus য়ের মতন অনেক টিভিতে বিল্ড ইন সাউন্ডবার দেখেছি তবে এর সঙ্গে অডিও বিল্ড ইন স্পিকার নেই যা 2018 র থেকে অনেকটাই পরিবর্তিত।
2019 Zero1 অ্যাওয়ার্ড বিজয়ী
LG C9
LG র C9 একটা OLED টিভি যা 2019 সালে এসেছে। আর এটি LG র নতুন Alpha 9 gen 2 প্রসেসারে চলে আর এর OLED প্যানেল ডল্বি ভিশান 4K রেজিলিউশানে সাপোর্ট করে। এই টিভির OLED প্যানেল আউয়াট অফ দ্যা বক্স দারুন ছবির কোয়ালিটি দেয়। আর এই ছবির প্রেসেন্ট কনেটনেট তাইপ অন্সুয়ারে অটোমেটিকালি চেঞ্জ হয়ে যায়। আর এই টিভি প্যানেল যথেষ্ট পাতলা। আর এই সব কটি 4 টি HDMI পোর্ট আর HDMI 2.1 সম্পূর্ণ ভাবে আপনাদের ফিচার এনেবে।ল আর এর 4K 120Hz আর ফুল eARC যুক্ত। আর এর সঙ্গে একটি নতুন আপডেটের পরে এই টিভিতে NVIDIA’s 16 সিরিজ আর 20 সিরিজের GPU আছে যা PC গেমারদের VRR দেয়। আর এর সঙ্গে এটি স্মার্ট ক্যাপাবেলিটি যুক্ত। আর যখন স্মার্ট ক্যাপেবেলিটির বিষয়ে কথা বলা হয় তখন এই টিভিটি LG’s WebOS য়ে চলে আর সঙ্গে এটি গুগল অ্যাসিস্টেন্স আর অ্যামাজন অ্যালেক্সা সব কিছুর সাপোর্ট করে। যদি আপনাদের কাছে IoT এনেবেল ডিভাইস থাকে তবে আর আপনি এটি আপনার টিভিতে TVs ড্যাশবোর্ড আর UI য়ের সঙ্গে কাজ করে। আর এর সঙ্গে এই দামে আপনারা কানেক্টিভিটি অপশানও পাবেন আর এসবের জন্য আছে HDMI 2.1 আর এর স্লিম ডিজাইন। আর এই LG C9 এই বছরের ডিজিট জিরো 1 অ্যাওয়ার্ড পেয়েছে। এই 55 ইঞ্চির LG C9 টিভিত MRP Rs 2,29,990 আর এর সঙ্গে তবে এটি Rs 1,44,990 তে কেনা যায়।
রানার আপ
Sony A9G
সোনির A9G একটি OLED যুক্ত 2019 সালের টিভি। আর পিকচার কোয়ালিটির ক্ষেত্রে C9 আর A9Gএকে অপরের কাছাকাছি। আর এর সঙ্গে আমরা যদি অপশান বাছি তবে এখজানে আমরা C9 কে এবারের রানার আপ করেছি। আর এটি এর সঙ্গে দারুন পিকচার কোয়ালিটি আছে আর এটি আপনাদের দারুন 4K HDR আর ডল্বি ভিশান দেয় আর সঙ্গে আছে নেটফ্লিক্সের সেলিব্রেশান মোড আর দারুন ফিডালিটি। আর এই টিভিতে সোনির X1 অলটাইম প্রসেসার আছে আর এর সঙ্গে এতে আপনারা 4K HDR কন্টেন্ট দেখতে পারবেন। আর আর এর সঙ্গে সোনি র সারফেস প্রযুক্তি আছে এতে আর এতে আছে বিল্ট ইন স্পিকার। আর এর সঙ্গে এই অ্যান্ড্রয়েড টিভি এটু আর এর UI স্মুথ আর এর সঙ্গে এটি আপনার ডিভাইসের মতন একই ধরনের এবিলিটি যুক্ত। আর এর সঙ্গে এই টিভিতে আপনারা স্ট্যান্ডবাই মোডে সহজে টিভির ভয়েস চেঞ্জ করতে পারবেন। আর এর সঙ্গে এই Sony A9G য়ে আছে eARC তবে এতে আর কোন HDMI 2.1 ফাংশান নেই। আর সোনি জানিয়েছে যে এর 55 ইঞ্চির Sony A9G য়ের MRP Rs 299,900 আর MOP of Rs 249,990।
বেস্ট বাই
LG B9
এই LG B9 OLED TVতে আপনারা C9 য়ের মতন ফিচা পাবেন তা সে এর ডিসপ্লে প্যানেল, পিকচার কোয়ালিটি, UI , স্মার্ট ক্যাপাবেলিটি, HDMI 2.1 আর 4K HDR সাপোর্ট বা ডল্বি ভিশান যাই হোক না কেন। আর এর সঙ্গে এই টিভির সঙ্গে LG C9 আর B9 য়ের পার্থক্য তাদের টেবিলটপ স্ট্যান্ড ডিজাইন আর প্রসেসারের। LG B9 য়ে আছে LG র পুরনো Alpha 7 যেন আর 2 প্রসেসার। আর এখানে অবশ্য আপনারা এতেপিকচার কোয়ালিটির পার্থক্য খুব একটা পাবেন তা ন্য। আর এই LG B9 য়ের MRP Rs 2,04,990 আর এর MOP Rs 1,29,985।