বিশ্ব জুরে প্রিমিয়াম টিভির বাজার বেড়ে চলেছে। এখন ম্যানুফ্যাকচারাররা লেটেস্ট আর গ্রেটেস্ট টেকনলজি অফার করছে। সেই দিনের ‘ইডিয়ট বক্স’ এর দিন চলে গেছে। মর্ডান টিভি স্মার্ট, আর এখন এটি একটি বক্সের তুলনায় অনেক এগিয়ে। এখন আপনি স্লিক আর চিক ডিজাইনের যা গ্যাজেট আর ইন্সটলেশানের মাঝে একটি ব্লার লাইন যুক্ত।
যাই হোক এখন অনেক ম্যানুফ্যাকচাররাই প্রিমিয়াম টিভি অফার করে, সঠিক টিভি খুঁজে নেওয়া একটু মুস্কিল। তবে, U.S বেসড ফার্ম, কন্সিউমার রিপোর্ট সম্প্রতি রিলিজ হয়েছে যাতে রেক্মেন্ডেড টিভির লিস্ট আছে, যা এই বিষয় কে একটু সহজ করবে। এই লিস্ট অনুসারে LG’র ফ্ল্যাগশিপ টিভি LG OLED W7 এই তালিকায় 89 স্কোর করে শীর্ষ স্থানে আছে। আর পাঁচটি টিভি একসঙ্গে দ্বিতীয় স্থানে আছে 88 স্কোরের সঙ্গে যার মধ্যে তিনটি LG’র। আরও সত্যি বলতে হলে আসলে সেরা 13’র মধ্যে 11টিই LG TV, বিশেষত তা OLED TV। আপনারা এই লিস্টটি নিচে সম্পূর্ণ ভাবে দেখতে পারেন। আর আপনি এও দেখতে পাবেন যে এই রিপোর্ট অনুসারে LG হল সবথীক বেশি প্রেফার্ড ব্র্যান্ড।
Ranging | Model | Score | Panel Type | Remarks |
1 | LG OLED65W7P | 89 | OLED | – |
2 | LG OLED65C7P | 88 | OLED | – |
LG OLED55C7P | 88 | OLED | – | |
LG OLED55B7P | 88 | OLED | – | |
Sony XBR-65A1E | 88 | OLED | – | |
Sony XBR-55A1E | 88 | OLED | – | |
7 | LG OLED65B7P | 87 | OLED | – |
8 | LG OLED65G6P | 86 | OLED | – |
LG OLED55E7P | 86 | OLED | – | |
10 | LG OLED65E6P | 85 | OLED | – |
11 | LG OLED55E6P | 83 | OLED | – |
LG OLED55B6P | 83 | OLED | – | |
13 | LG OLED65C6P | 82 | OLED | – |
Sony XBR-65X930E | 82 | LCD | – | |
15 | Sony XBR-55X930E | 81 | LCD | – |
16 | LG 65SJ9500 | 80 | LCD | Nano Cell |
Samsung QN65Q7C | 80 | LCD | QLED | |
Samsung QN65Q8C | 80 | LCD | QLED | |
19 | LG 65SJ8000 | 79 | LCD | Nano Cell |
Samsung QN65Q7F | 79 | LCD | QLED | |
Samsung QN65Q9F | 79 | LCD | QLED | |
Samsung UN65MU850D | 79 | LCD | – | |
Samsung UN65MU8500 | 79 | LCD | – | |
Samsung UN55MU9000 | 79 | LCD | – | |
Samsung UN55KS9000 | 79 | LCD | – |
পশ্চিমের মিডিয়া হাউসও LG OLED TVর কথা বলছে। UK-বেসড, যা Hi-Fi দেয় তাতে TV পারফেক্ট 5 এ জায়গা পেয়েছে, একে “দা মোস্ট আই ক্যাচিং টিভি” বলা হয়েছে, আর সেখান ফ্রেন্স ম্যাগাজিন, লেস নিউমেরিক এই টিভিকে পারফেক্ট স্কোর দিয়ে বলেছে “এটি একটি খুব ভাল টিভি আর এর পিকচার কোয়ালিটি খুব ভাল”। তাহলে LG OLED TV কি করে অন্য মিডিয়া হাউস আর কনজিউমার রিপোর্টে হাই র্যাঙ্ক পেল? আসলে এর জন্য একাধিক কারন আছে। আসুন LG’র ফ্ল্যাগশিপ টিভি, LG OLED W7 কে একটু দেখে নেওয়া যাক, আর দেখুন এটি কি অফার করে।
বার্থ টেকিং ডিজাইন
এই LG OLED W7, তে টিভির ট্র্যাডিশেনাল টেমপ্লেট আর নতুন করে রুল বুক দেওয়া হয়েছে। এই টিভিতে অন্যান্য এলিমেন্ট রিমুভ করা হয়েছে যেমন থিক বেজেল, স্পিকার এবং এর সঙ্গে এর সঙ্গে ভিউয়ারদের কথা ভেবে দেওয়া হয়েছে। এই স্পিকারটি একটি সেপারেট সেকশানের যার নাম LG OLED হাব। এর মানে আপনি একটি প্যানেলের বাঁদিকে যা মাত্র 4mm থিক। এটি সত্যিই একটি ওয়ালপেপার টিভি।
কোয়ালিটি ডল্বি অ্যাটম অডিওর সঙ্গে একটি হাব
এর আগে যেমন বলা হয়েছে, তার প্লাগইন করা আবার টিভিতে ফিরে এসেছে। সহজেই আপনি সেই সব কিছু LG OLED হাবের সঙ্গে প্লাগ করতে পারবেন আর ক্লিয়ার লুকের আনন্দ নিতে পারবেন। টিভিতে ক্লিন লুকের সঙ্গে, এই হাবে আপের দিকে ফিরিং স্পিকার পাবেন। এই অডিও ডল্বি অ্যাটম অডিও টেক যুক্ত যা অসাধারন সাউন্ড অফার করে।
সিনেম্যাটিক সাউন্ড বাড়িতে পাবেন ডল্বি অ্যাটমের সঙ্গে
অবজেক্ট বেসড সাউন্ড
টিভিতে ডল্বি টেকনলজি 128টি আলাদা সাউন্ড অবজেক্ট এক সঙ্গে ক্যাপচার করতে পারে এটি ভাল ক্লিয়ারিটি দেয়।
ফুল 360 স্যারাউন্ড সাউন্ড
এই LG OLED TV আপনাকে হাই কোয়ালিটির 360 ডিগ্রি সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতা বাড়িতেই দেবে। এই হাই কোয়ালিটি আনপাওয়ার্ড ফায়ারিং স্পিকার স্টাইলিশ সাউন্ড বার অফার করে যা হাই আর লো পিচড অডিও যুক্ত, যা অন্যতম সেরা অডিওফোলি।
OLED’র রূপ
যে কোন টিভিরই প্যানেল হল একটি গুরুত্বপূর্ণ অংশ LG’র OLED প্যানেল আপনাকে নিরাশ করবে না। ট্রাডিশেনাল LCD প্যানেলের মতন, OLED প্যানেল ব্যাকলাইটিং যুক্ত নয়। তবে OLED’র পিক্সেল ডিসপ্লে ইন্ডিভিজুয়ালি টারন হয়। আর এর ফল হিসাবে আপনি একটি হায়ার কন্ট্রাসস্ট রেশিও পাবেন, ডিপ ব্ল্যাক ভাইব্রেন্ট কালারের সঙ্গে। আর এভাবে আপনি জীবনের রঙ উপভোগ করতে পারবেন।
4K HDR
আপনি যদি ভাবেন যে ফুল HD কিছু, তবে আপনি এখনও কিছু দেখেননি। এই LG OLED W7, এ আপনি আপানার টিভিতে নেক্সট লেভেলের 4K HDR পাবেন। 4K আপনাকে ট্রাডিশেনাল ফুল HD’র থেকে চারগুন বেশি রেজিলিউশান দেবে। তাই আপনি আরও বেশি ক্রিসপি আরও ভাল কালারের অভিজ্ঞতা পাবেন আরও বেশি ডিটেলসের সঙ্গে। এই টিভিটি হায়ার অ্যাডিশেন HDR অফার করে ভাল কালারের সঙ্গে। আই টিভিটি ডল্বি ভিসন, HDR10 আর HLG’র মতন মাল্টিপেল HDR ফরম্যাট সাপোর্ট করে। তাই আপনি এখনে সমস্ত খুটিনাটি কন্ট্যান্ট পাবেন কোন রকমের ওয়ার্নিং ক্মপেব্যালিটি ছাড়া। আসলে, ডল্বি ভিশান আর অ্যাট্মের ক্মবিনেশান ইউনিক সিনেম্যাটিক অভিজ্ঞতা অফার করে।
যে কেউ দেখতে পারে যে এই স্টাইলিশ লুক LG OLED TV কে তাদের জন্য আইডিয়াল করেছে যারা প্রিমিয়াম টিভি চান। এই টিভিটি এর মধ্যে Engadgetএর ‘Best of CES 2017’ র মতন অনেক পুরষ্কার আর সুনাম অর্জন করেছে। আর এটি PCMag অনুসারে ‘Best TV’। এটি সেরা ইনভেনশান CES 2017 র ইনভেনশান পুরষ্কারও পেয়েছে। তাই এতে কোন অবাক হওয়ার বিষয়ে নেই যে এই টিভিটি কঞ্জিমার রিপোর্টে সবার ওপরে র্যাঙ্ক করেছে।
এর স্টানিং ডিজাইনকে ধন্যবাদ, এর সেরা ভিসুয়াল আর অ্যামেজিং অডিও এটা নিশ্চিত করে যে এটা কেউ সহজেই পছন্দ করবে। এই ভব্বিশ্যতের প্রযুক্তি এই ডিভাইস্কে যে কোন বাড়ির জন্য সেরা টিভি করেছে।
আরও যানতে এখানে ক্লিক করুন
[Sponsored]