TV আজকাল ঘর সাজানোর সবচাইতে জনপ্রিয় জিনিসগুলির মধ্যে একটি। এগুলি যেমন একদিকে মনোরঞ্জনের সুযোগ করে দেয় তেমনি প্রত্যেকেরই শখ থাকে বিভিন্ন ডিসপ্লে সাইজের উন্নতমানের টিভি কেনার। আজ আমরা আপনাদের জন্য এনেছি 40,000 টাকা বাজেটের মধ্যে স্মার্ট টিভির খোঁজ। যেগুলিতে রয়েছে 50 ইঞ্চির স্ক্রিন সাইজ। সেইসঙ্গে রয়েছে উন্নতমানের সাউন্ড কোয়ালিটি ও হাইডেফিনেশন এলইডি ডিসপ্লে। আসুন দেখে নেওয়া যাক-
এই 50 ইঞ্চির স্মার্টটিভি কেনা যাবে 36,999 টাকায়। এই স্মার্ট টিভিতে রয়েছে 4K রেজোলিউশনের আলট্রা এইচডি ডিসপ্লে। এলইডি ফিচারসহ এই অ্যান্ড্রয়েড টিভির রিফ্রেশ রেট 60HZ। 50 ইঞ্চির এই টিভিতে রয়েছে গুগল অ্যাসিস্টেন্ট ও ক্রোম ইনবিল্ট সাপোর্ট। পাওয়া যাবে ডলবি অডিও ফিচার। এছাড়াও স্পেশ্যাল ফিচার হিসেবে রয়েছে 60W স্পিকার। এই ডিভাইসের স্ক্রিন ব্রাইটনেস 50 নিটস। এই স্মার্ট টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Cortex-A53 কোয়াড কোর প্রসেসর। সাপোর্ট করবে ইউটিউবসহ ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওসহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম। এছাড়াও রয়েছে ওয়াল মাউন্টের সুবিধা। কিনতে চাইলে এখানে ক্লিক করুন
এই 50 ইঞ্চির স্মার্ট টিভি কেনা যাবে 38,999 টাকা দিয়ে। এতে রয়েছে আলট্রা এইচডি ডিসপ্লে । স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ। এই 2019 মডেলে রয়েছে স্মার্ট টিভি বিল্ট ইন ফিচার। এছাড়া রয়েছে ওয়াইফাই সাপোর্ট। পাওয়া যাবে প্যাচওয়ালের সুবিধা। এই স্মার্ট টিভি সাপোর্ট করে Zee5, গুগল প্লে মিউজিক, সনি লিভ সহ আরও একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যান্ড্রয়েড টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Amlogic Cortex A53 প্রসেসর। ডিসপ্লে রেজোলিউশন হল 3840X2160। এই স্মার্টটিভি চলবে অ্যান্ড্রয়েড OS ভার্সনে। স্টোরেজ হিসেবে রয়েছে 2GBRAM ও 8GB ইন্টারনাল মেমোরি। পাওয়া যাবে ডডলবি অডিও এবং ডিটিএস এইচডি সাউন্ড কনফিগারেশন। এই স্মার্টটিভির সাউন্ড আউটপুট 20W। সেইসঙ্গে রয়েছে 3HDMI পোর্ট, 2 ইউএসবি পোর্ট, ওয়াইফাই সাপোর্ট। কিনতে চাইলে এখানে ক্লিক করুন-
50 ইঞ্চি ডিসপ্লের এই মডেল পাওয়া যাবে 40,000 টাকার মধ্যে। এতে রয়েছে ডলবি অ্যাট্মস সারাউন্ড সাউন্ড । পাওয়া যাবে ডডলবি ভিসন এক্সপেরিয়েন্স । এই স্মার্টটিভিতে রয়েছে 60HZ রিফ্রেশ রেটের ডিসপ্লে স্ক্রিন। সঙ্গে রয়েছে ওয়াল মাউন্টের সুবিধাও। এই ডিভাইসের পাওয়া যাবে 4K রেজোলিউশন আলট্রা এইচডি স্মার্ট ডিসপ্লে। সেইসঙ্গে রয়েছে HDR 10+ স্ক্রিন এক্সপেরিয়েন্সের সুবিধা। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স OS, কোয়াড কোর গ্রাফিক্স প্রসেসর। সেইসঙ্গে মিলবে স্টেরিও সারাউন্ড সাউন্ড কোয়ালিটি ও ডডলবি অডিওর সুবিধা। স্মার্ট টিভি সাপোর্ট করবে 3HDMI পোর্টস ও ইউএসবি পোর্টের সাপোর্ট। এই ডিভাইসের স্ক্রিন রেশিও 16:9। এছাড়াও সাপোর্ট করবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্ল্যাটফর্ম। কিনতে চাইলে এখানে ক্লিক করুন-
Toshiba ব্র্যান্ডের এই 50 ইঞ্চি ডিসপ্লে মডেল কেনা যাবে 34,990 টাকায়। এই স্মার্ট টিভিতে রয়েছে ডলবি ভিশনের সুবিধা। পাওয়া যাবে 4K রেজোলিউশনের 3840X2160 ডিসপ্লে সমেত। স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ। এই স্মার্ট এলইডি টিভিতে প্রসেসর হিসেবে রয়েছে Mali470MP গ্রাফিক্স প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লিনাক্স OS । পাওয়া যাবে ডলবি অডিও ফিচারও। সেইসঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট ও এইচডিএমআই পোর্টের সাপোর্ট। এই ডিভাইসের থাকবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্টের সুবিধাও। কিনতে চাইলে এখানে ক্লিক করুন
আলট্রা এইচডি সাপোর্টসমেত এই 50 ইঞ্চির স্মার্ট টিভি কেনা যাবে 34,999 টাকায়। এই এলইডি টিভিতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট। সেইসঙ্গে মিলবে দুর্দান্ত ডিটিএস সারাউন্ড সাউন্ড। এই স্মার্ট টিভিতে রয়েছে বেজেল লেস ডিজাইন। কাজ করবে এমইএমসি টেকনোলজিতে। পাওয়া যাবে ওয়াল মাউন্ট ও টেবিল মাউন্টের সুবিধাও। সেইসঙ্গে রয়েছে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও সহ অন্যান্য অ্যাপের অ্যাক্সেস। কিনতে চাইলে এখানে ক্লিক করুন