আজকাল আর কতজনের বাড়িতে বোকা বাক্স দেখা যায় বলুন দেখি? স্মার্ট যুগে এখন টিভিও স্মার্ট হয়ে গিয়েছে। তাই এমন সময় দাঁড়িয়ে যদি আপনি আপনার বাড়ির জন্য স্মার্ট টিভি কিনতে চান তাও কম বাজেটের মধ্যে তাহলে এই প্রতিবেদন থেকে জেনে নিন সেরা কোনগুলো? এখানে 7টি স্মার্ট টিভির খোঁজ থাকল তাও 10,000 টাকার মধ্যে ।
আপনি যদি একটি ছোট স্ক্রিনের ভাল মানের টিভি চান তাহলে আপনি এই টিভিটি বেছে নিতে পারেন। এখানে আছে 24 ইঞ্চির স্ক্রিন সহ ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল, হাই ব্রাইটনেস ডিসপ্লে, হাই কনট্রাস্ট, ওয়াইড কালার গ্যামুট, ইত্যাদি। এখানে Sony LIV, Amazon Prime Video, Zee 5, ইত্যাদি সাপোর্ট করে। এটার দাম 6,999 টাকা। এখান থেকে কিনুন
এটি একটি 32 ইঞ্চির টিভি, অথচ এটিকে আপনি আপনার স্মার্টফোনের থেকেও কম দামে পেয়ে যাবেন। এখানে আছে বিল্ট ইন WIFI, অ্যান্ড্রয়েড সাপোর্ট। স্ক্রিন মিরোরিংয়ের সুবিধা মিলবে এখানে। আছে পিসি কানেকটিভিটির সুবিধা সহ ওয়্যারলেস হেডফোন কন্ট্রোল। এটার দাম 7,999 টাকা। এখান থেকে কিনুন
এই কোম্পানির এই 32 ইঞ্চির টিভি কিনতে চাইলে আপনাকে 24 ইঞ্চির টিভির তুলনায় মাত্র 500 টাকা বাজেট বাড়াতে হবে। তাহলে পেয়ে যাবেন এই দুর্দান্ত টিভিটি। এখানে ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল, হাই ব্রাইটনেস ডিসপ্লে, হাই কনট্রাস্ট, ওয়াইড কালার গ্যামুট, ইত্যাদি আছে। এখানে Sony LIV, Amazon Prime Video, Zee 5, ইত্যাদি সাপোর্ট করে। USB, HDMI কানেকশনের সুবিধাও আছে। A+ গ্রেডের DLED প্যানেল আছে। এটার দাম 7,999 টাকা। এখান থেকে কিনুন
এই টিভিতে পিসি কানেকশনের সুবিধা আছে। ফলে সেটার সঙ্গে কানেক্ট করে এখানে সহজেই গেম খেলা যেতে পারে। এখানে আছে বিল্ট ইন WIFI, অ্যান্ড্রয়েড সাপোর্ট। স্ক্রিন মিরোরিংয়ের সুবিধা মিলবে এখানে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ এখানে মিলবে HDR 10 -এর সাপোর্ট। মাল্টি মিডিয়া কানেকটিভিটি আছে এখানে। এই টিভিতে Sony LIV, Disney Plus Hotstar, Zee 5, ইত্যাদির সুবিধাও পেয়ে যাবেন। এটার দাম 8,499 টাকা। এখান থেকে কিনুন
এখানে আছে গুগল ভয়েস সার্চ সহ, 178 ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। এটি একটি Full HD টিভি যেখানে HDR 10+ এর সাপোর্ট মিলবে। A+ গ্রেড প্যানেল আছে এখানে। Netflix, Amazon Prime Video, Zee 5, Google Play Store সহ আরও একাধিক অ্যাপের সুবিধা পাবেন এখানে। এটার দাম 9,499 টাকা। এখান থেকে কিনুন
গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট রিমোট, ডিসপ্লে মিরোরিং, ইত্যাদির সুবিধা মিলবে এই টিভিতে। ইউটিউব, Amazon Prime Video, Hotstar, Zee 5, ইত্যাদি অ্যাপের সুবিধাও পাওয়া যাবে এই টিভিতে। ডাবল A+ গ্রেডের DLED প্যানেল আছে এই টিভিতে। আল্ট্রা ব্রাইট স্ক্রিন মিলবে। এটার দাম 8,999 টাকা। এখান থেকে কিনুন
এখানে ইকো ভিশন সহ সিনেমা মোডের সুবিধে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে এই টিভিতে। স্ক্রিন মিরোরিংয়ের সুবিধাও থাকবে। ওয়্যারলেস হেডফোন কন্ট্রোল এবং পিসি কানেকটিভিটির সুবিধাও আছে। এটার দাম 8,999 টাকা। এখান থেকে কিনুন