এখন সর্বত্র অফার আর অফার। কে কত ফ্রি দিতে পারে তার লড়াইয়ে নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা।
কোন নেটওয়ার্ক আপনাকে সব থেকে বেশি সুবিধা দেবে? এখন সর্বত্র অফার আর অফার। কে কত ফ্রি দিতে পারে তার লড়াইয়ে নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। অনেক গ্রাহকই দিশেহারা ঠিক কোন সংস্থার কোন প্ল্যানটি নিলে সঠিক সিদ্ধান্ত হবে।
এখানে এই মুহূর্তে তিনটি সংস্থার তিনিটি প্রিপেইড আনলিমিটেড ডেটা প্ল্যান দেওয়া হল। তুলনা করে বেছে নিন কোন অফারটি আপনার জন্য সেরা।
প্রথমেই দেখে নিন প্রিপেইড জিও গ্রাহকদের জন্য সেরা অফারটি। রিলায়েন্স জিও প্রাইম অফারটিতে এককালীন ৯৯ টাকা এবং মাসে দিতে হবে ৩০৩ টাকা। এতে পাওয়া যাবে ২৮ দিনের জন্য ২৮ জিবি ডেটা। দিনে সর্বাধিক ১ জিবি করে ব্যবহার করা যাবে।
এয়ারটেল
এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রায় একই অফার দিচ্ছে মাসিক ৩৪৫ টাকায়। এক্ষেত্রেও ২৮ দিনের জন্য ২৮ জিবি ডেটা। প্রতিদিন ১ জিবি ডেটা। তবে একটা ভাগ রয়েছে। সারা দিনে ৫০০ এমবি এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৫০০ এমবি ডেটা ব্যবহার করা যাবে।
ভোডাফোন
একই ধরনের আনলিমিটেড ভয়েস কলের যে প্রিপেইড অফারটি দিচ্ছে ভোডাফোন সেটির মাসিক খরচ ৩৪৬ টাকা। এটিতেও ২৮ দিনের জন্য ২৮ জিবি ডেটা মিলবে। দিনে সর্বাধিক ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে।