এই হল জিও আর এয়রটেলের বেস্ট ডাটা আর আনলিমিটেড কলিং প্ল্যান
আমরা এয়ারটেল আর রিলায়েন্স জিওর প্রিপেড ডাটা আর কলের প্ল্যানের মধ্যে এই কম্পেরিজান করেছি
দুটি টেলিকম কোম্পানি Reliance Jio আর Airtel গ্রাহকদের আকর্ষিত করার জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। ডুয়াল-সিম স্মার্টফোন ইউজার্সদের কাছে অনেক সময় এই ব্যাপারটা চিন্তার হয়ে যায় যে Reliance Jio’র ট্যারিফ প্ল্যান রিচার্জ করানো বেশি ভাল নাকি Bharti Airtel এর। Airtel ফেস্টিভ সিজেনের জন্য একটি নতুন আকর্ষণীয় প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই নতুন প্ল্যানে Rs 799 এ প্রতিদিন 3GB 3G/4G আর আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আমরা এখানে Airtel আর Reliance Jio’র প্রিপেড ডাটা আর কলের প্ল্যানের মাঝে তুলনামূলক আলোচনা করেছি।
Airtel এর Rs 199 প্ল্যান: সম্প্রতি Airtel 199 টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে, যা সব প্রিপেড নম্বরের জন্য পাওয়া যাবেনা। এই অফারটি রিজান অনুসারে পাওয়া যাবে। তবে Airtel প্রিপেড অনলাইন রিচার্জ পোর্টালে নিজের নম্বর দিয়ে একবার দেখা জেতেই পারে। Airtel এর 199 টাকার প্ল্যান প্রতিদিন 28 দিনের জন্য আনলিমিটেড লোকাল আর STD কল অফার করে। আর এর সঙ্গে এই প্ল্যানে 1GB 4G/3G/2Gও পাওয়া যাচ্ছে।
Reliance Jio’র 149 প্ল্যান: Reliance Jio তাদের 149 এর একটি প্রিপেড প্ল্যানে ডাটা ইউজের লিমিট বাড়িয়ে দিচ্ছে। যা এবার আনলিমিটেড ডাটার অনুমতি দেবে। 149 এই প্ল্যানে আপনি 4G স্পিডে 2GB ডাটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের। আর এতে আনলিমিটেড কলিংও আছে।
Airtel এর Rs 349 এর প্ল্যান:Airtel এর ওয়েবসাইটে পাওয়া রিচার্জ প্ল্যানের লিস্টে 349 টাকার রিচার্জ প্ল্যানের কথাও আছে। এই প্ল্যানে 28GB ডাটা (1GB/Day) এর সঙ্গে আনলিমিটেড লোকাল আর STD কল পাওয়া যাবে। যার বৈধতা 28 দিনের। তবে এই প্ল্যানে ফ্রি এসএমএস এর কোন উল্লেখ নেই।
Reliance Jio’র Rs 349 এর প্ল্যান: Reliance Jio ‘র 349 টাকার প্ল্যান প্রিপেড ইউজার্সদের জন্য। আর এই প্ল্যানে ইউজার্সরা 20GB 4G ডাটা আর আনলিমিটেড কল আর 100 অব্দি ফ্রি এসএমএস এর সুবিধা পাবে।
Reliance Jio Rs 309 প্ল্যান: Reliance এর এই 349 টাকার প্ল্যানটিকে বেশ সস্তা বলাই যায়। Jio’র 309 টাকার প্ল্যানে আপনি 56 দিনের জন্য 56GB 4G ডাটা পাবেন। যাতে প্রতিদিন 1GB ডাটার লিমিট থাকবে। আর এর সঙ্গে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে।
Airtel Rs 549 এর প্ল্যান: Rs 549 এর রিচার্জে Airtel 56GB 3G/4G ডাটা আর আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা দেবে, এই প্ল্যানে ইউজার্স রোজ 2GB ডাটার ব্যবহার করতে পারবে। এই প্ল্যানের বৈধতা 28 দিনের হবে।
Reliance Jio Rs 509 এর প্ল্যান: Jio’র Rs 509 এর প্ল্যানে 56 দিনের জন্য 112GB 4G ডাটা আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 2GB ডাটার ব্যবহার করতে পারবেন। 112GB ডাটা শেষ হওয়ার পরে এর স্পিড 128 Kbps হবে।
Airtel Rs 799 এর প্ল্যান:আমরা আপনাদের প্রথমেই বলেছিলাম যে Rs 799 Airtel এর একটি নতুন ফেস্টিভ অফার এসেছে। এর রিচার্জের মাধ্যমে প্রিপেড ইউজার্স আনলিমিটেড লোকাল আর STD কলের সঙ্গে 84GB ডাটার সুবিধা পাবে। এই প্ল্যানে প্রতিদিন 3GB 3G/4G ডাটা ব্যবহার করা যাবে এর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ হবে।
Airtel Rs 999 এর প্ল্যান: Airtel Rs 999 এর প্ল্যানটি কিছু দিন আগেই লঞ্চ হয়েছিল। এই প্ল্যানে প্রতিদিন 4GB ডাটা ব্যবহার করা যেতে পারে যার বৈধতা 28 দিনের। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কলও আছে।
Reliance Jio Rs 999 এর প্ল্যান: Reliance Jio ‘র Rs 999 এর প্ল্যান Airtel এর তুলনায় কম ডাটা অফার করে। Jio Rs 999 এর প্ল্যানে 90GB 4G ডাটা অফার করে আর এটি 90 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে প্রতিদিনের 4G FUP নেই, কিন্তু 90GB ডাটা শেষ হলে এর স্পিড 128 Kbps এর হয়ে যায়।