বার-বার রিচার্জ থেকে মুক্তি! Airtel Annual Plan-এ পাবেন প্রতিদিন 2.5GB Data-Unlimited Call

Updated on 28-Sep-2023
HIGHLIGHTS

Airtel Annual Plan এর একটি তালিকা তৈরি করেছি

Airtel Plan-এ প্রতিদিন 2.5GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং এবং OTT সাবস্ক্রিপশন সুবিধা পাবেন।

এই প্ল্যানে এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে

আপনি যদি Airtel ইউজার হন এবং আপনি কম খরচে বেশি সুবিধা সহ Recharge Plan খুঁজছেন তবে এই খবর আপনার জন্য। এই খবরে আমার Airtel Annual Plan এর একটি তালিকা তৈরি করেছি, যেখানে আপনি প্রতিদিন 2.5GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং এবং OTT সাবস্ক্রিপশন সুবিধা পাবেন।

Airtel yearly Plan 2023 তালিকায় 1,799 টাকা থেকে 3,359 টাকা পর্যন্ত বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করা হয়ে। এই প্ল্যানে এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেলের বার্ষিক প্রিপেইড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: Jio এই সস্তা Recharge Plan-এ মিলবে Free Netflix Subscription, আপনার কাছে কী আছে?

#image_title

Airtel 1799 টাকার রিচার্জ প্ল্যান

বার্ষিক রিচার্জ প্ল্যানের তালিকায় এটি এয়ারটেল এর সবচেয়ে সস্তা রিচার্জ। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধার পাশাপাশি 24GB High-Speed Data এবং 3600 SMS এর মতো বেনিফিট পাওয়া যাবে। এছাড়া, এয়ারটেল FASTag-এ 100 টাকার ক্যাশব্যাক এবং apollo 24/7 সার্কেলের জন্য 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel 2999 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন 100 SMS পাবেন। এছাড়া, এই প্ল্যানের বাকি সমস্ত সুবিধা 1799 টাকার মতোই পাওয়া যাবে। এই রিচার্জে গ্রাহকরা FASTag এর জন্য 100 টাকার ক্যাশব্যাক এবং Apollo 24/7 সার্কেলের জন্য 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। বলে দি যে এতে গ্রাহকরা Unlimited 5G Data বেনিফিট পাবেন।

#image_title

Airtel 3359 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর পরবর্তী রিচার্জ প্ল্যান Unlimited Call সুবিধা পাওয়া যাবে। কলিং ছাড়া গ্রাহকরা প্রতিদিন হিসেবে 2.5GB ডেটা সহ Unlited 5G Data অফার করা হয়ে। এছাড়া থাকছে 100 SMS প্রতিদিন। পাশপাশি, গ্রাহকরা Disney+ Hotstar Mobile এর 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

আরও পড়ুন: 1GB Data প্রতিদিন, Unlimited Call সহ 200 টাকার কম দামে Best BSNL Plan

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :