আমরা ফোন কেনার সময় কতই না ফিচারের দিকে নজর দিই, কখনও ক্যামেরা, কখনও ডিসপ্লে, ইত্যাদি। কিন্তু দুর্দান্ত ফিচার সহ ফোন কিনে লাভ কী যদি সেই ফোনের ব্যাটারি লাইফ না ভালো হয়! তাই এরপরের বার নতুন ফোন কেনার আগে এমন ফোন বাছবেন যার ব্যাটারি লাইফ ভাল। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই বছর লঞ্চ একাধিক ফোনের তালিকা যেখানে আপনি পেয়ে যাবেন একটি দুর্দান্ত ব্যাটারি লাইফ। কোন কোন ফোন আছে সেই তালিকায়? দেখুন।
আইফোনের ব্যাটারি লাইফ কখনই আহামরি ভাল ছিল না। তবে গতবছর থেকে গোটা ছবিটা পাল্টে যায়। 2021 সালে যখন iPhone 13 লঞ্চ করল তখন গ্রাহকরা iPhone 13 Pro Max-এ পেয়ে গেলেন দুর্দান্ত ব্যাটারি লাইফ। সেই একই জিনিস এবারেও iPhone 14 Pro Max-এর থেকে আশা করা হয়েছিল, কিন্তু সেটা পাওয়া গেল না। তবে সেটার দুঃখ পুষিয়ে দিয়েছে iPhone 14 Plus। এই ফোনে iPhone 13 Pro Max- এর থেকেও ভাল ব্যাটারি আছে। এই ফোনে আছে 4353 mAh ব্যাটারি কিন্তু হলে কী হবে দীর্ঘক্ষণ এক চার্জে চলতে সক্ষম এই ফোন। এটার কারণ হচ্ছে এর iOS সফটওয়্যার অপটিমাইজেশন। যদিও চার্জিং স্পিড একটু বেশি হলে ভালো হতো। কিন্তু একবার ফুল চার্জ হয়ে গেলে এই ফোন দীর্ঘক্ষণ চলতে সক্ষম।
এই ফোনটি 25,000 রেঞ্জের। কিন্তু এখানে যেমন দুর্দান্ত পারফরমেন্স মেলে তেমনই আছে 5000mAh-এর একটি দুর্দান্ত ব্যাটারি। এছাড়া এখানে মিলবে 67W ফাস্ট চার্জিং-এর সুবিধা। এই ফোনে গ্রাহকরা এছাড়া পেয়ে যাবেন 144Hz রিফ্রেশ রেট। সঙ্গে আছে MediaTek Dimensity 8100 প্রসেসর। লিকুইড কুলিং এর সুবিধা মিলবে এই ফোনে সঙ্গে আছে দারুন সফটওয়্যার অপটিমাইজেশন। ফলে একবার চার্জ দিলে এই ফলে অনেকক্ষণ পর্যন্ত চলতে পারে। এই ফোনের ব্যাটারি মাত্র 45 মিনিটে ফুল চার্জ হয়ে যেতে পারে।
এই ফোনে আছে দুর্দান্ত 5000mAh ব্যাটারি। একবার চার্জ দিলে এই ফোন গোটা দিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। যদি অতিরিক্ত ব্যবহারও করেন তবুও দেখবেন বহুক্ষণ চলছে এই ফোন। 80W ফাস্ট চার্জিং এর সুবিধা আছে এই ফোনে। Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এই প্রসেসর দ্রুত গরম হয়ে যায় বটে কিন্তু যেহেতু এখানে 5 লেয়ার কুলিং সিস্টেম আছে তাই কোনও অসুবিধা নেই।
এই ফোনটির রেঞ্জ হচ্ছে মাত্র 15,000 টাকা। তবুও এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি। এটি একটি এন্ট্রি লেভেল ফোন, তবে হলে কী হবে একবার পুরো চার্জ হয়ে গেলে আপনি একটানা প্রায় গোটা দিন ফোনটিকে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। মোটামুটি ব্যবহার করলে টানা দুদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ফোনটি। যদিও ফোনটির চার্জিং স্পিড বেশি নয়, মাত্র 18W। তবে যেহেতু এই ফোনের দামটা অনেকটাই কম তাই এর থেকে বেশী বোধহয় আশা করাও উচিত নয়। এন্ট্রি লেভেলের ফোনে এত ভালো ব্যাটারি পাওয়া যাচ্ছে এটাই তো বড় কথা।