স্পেসিফিকেশানের ক্ষেত্রে Xiaomi Mi Mix 2 বাজারে আগে থেকে উপস্থিত OnePlus 5 কে হারিয়ে দেবে কি?

স্পেসিফিকেশানের ক্ষেত্রে Xiaomi Mi Mix 2 বাজারে আগে থেকে উপস্থিত OnePlus 5 কে হারিয়ে দেবে কি?
HIGHLIGHTS

Xiaomi Mi Mix 2 ফোনটি 10 অক্টোবর ভারতে লঞ্চ হয়েছে এর প্রতিযোগিতা OnePlus 5 ফোনের সঙ্গে

Xiaomi Mi Mix 2 ফোনটি 10 অক্টোবর ভারতে লঞ্চ হয়েছে। এর দাম Rs 35,999 রাখা হয়েছে। ভারতীয় বাজারে Xiaomi Mi Mix 2 এর প্রতিযোগিতা OnePlus 5 এর সঙ্গে। তবে আসুন জানি যে Xiaomi Mi Mix 2 বাজারে আগে থেকে উপস্থিত OnePlus 5 কে হারাতে পারবেন কিনা। আমরা এখানে এই দুটি ডিভাইসের স্পেক্সের বিষয়ে একটি তুলনামূলক আলোচনা করছি।

ডিসপ্লে

যেখানে একদিকে Xiaomi Mi Mix 2 ফোনটিতে 5.99-ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর তার রেজিলিউশান 1080×2160, সেখানে OnePlus 5 এর ডিসপ্লে 5.5-ইঞ্চির ফুল HD যার রেজিলিউশান  1080×1920 পিক্সাল। 

প্রসেসার

Xiaomi Mi Mix 2 আর OnePlus 5 দুটিতেই ইউজাররা অক্টা-কোড় কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835প্রসেসার পাবে। কাগজে কলমে দুটির প্রসেসার একই। 

অপারেটিং সিস্টেম

Xiaomi Mi Mix 2 আর OnePlus 5 দুটিতেই অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে আর দুটিই অ্যান্ড্রয়েডের আলাদা ভার্শান 8.0 ওরিও পাবে।

র‍্যাম

Xiaomi Mi Mix 2 তে ইউজাররা 6GB’র র‍্যাম পাবে আর OnePlus 5 এ ইউজাররা 6GB র‍্যামের সঙ্গে 8GB র‍্যামের অপশানও পাবে, তবে এই 8GB র‍্যামের ভেরিয়েন্টের জন্য ইউজারকে বেশি দাম দিতে হবে। 

ইন্টারনাল স্টোরেজ

Xiaomi Mi Mix 2 স্মার্টফোনটিতে 128GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর OnePlus 5 ফোনটিতে 64GB আর 128GB ইন্টারনাল স্টোরেজের অপশান আছে।

ক্যামেরা

এবার ক্যামেরার কথা বললে দেখা যাবে যে, Xiaomi Mi Mix 2 ফোনটিতে 12MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর OnePlus 5 এ 16MP + 20MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, এই ফোনের সামনের দিকে 16MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। 

ব্যাটারি

এবার ফোন দুটির ব্যাতারি কেমন তা দেখে নেওয়া যাক, Xiaomi Mi Mix ফোনটিতে 3400mAh এর ব্যাটারি আছে। আর OnePlus 5 ফোনে 3300mAhএর ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম

Xiaomi Mi Mix 2 ফোনটিকে ভারতে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এর দাম Rs 35,999, আর সেখানে OnePlus 5 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর এর 6GB র‍্যাম ভেরিয়েন্টের দাম Rs 32,999 আর সেখানে এর 8GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম Rs 37,999।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo